২০২০ বর্ষাবরন
আহা কি দারুন বৃষ্টি ঝড়ছে আজ!
বাদলের দিন, আষাঢ় মাস এসেছে বুঝি?
কদম ফুটেছে কি গাছে গাছে?
কবিগুরুর প্রিয় অতি বর্ষা এসেছ তাহলে।
এসো বৃষ্টি, এসো ঝড়, ঝড়ঝড়িয়ে;
ধুয়ে মুছে দাও সব অহংকার, আমিত্ব!
খড়া, শুকনো তাপে পৃথিবী তৃঞ্চার্থ,
জেগে উঠুক সবে সঞ্জিবনী পানে।
শোন ঐ গর্জিছে মেঘনাদ,
কালো মেঘেরা ধেয়ে আসে,
অঝোড় ধারায় ঝড়বে এবার জল;
মরা নদে বান এলো বলে…
চাষী ধরো তোমার হাল,
শুকনো জমি চাষ দিতে হবে,
মাঝি ধরো তোমার বৈঠা,
নৌকো ভিড়াতে হবে সালামতে।
কবি তুমি খুঁড়ো তোমার হৃদয়,
না হয় লিখলে আরো দুটি কবিতা,
বর্ষা আনন্দ উৎসব করো
দেখিয়ে দাও কিভাবে বাঁচতে হয়,
ভালোবাসতে হয় পৃথিবীকে।
বাদলের দিন, আষাঢ় মাস এসেছে বুঝি?
কদম ফুটেছে কি গাছে গাছে?
কবিগুরুর প্রিয় অতি বর্ষা এসেছ তাহলে।
এসো বৃষ্টি, এসো ঝড়, ঝড়ঝড়িয়ে;
ধুয়ে মুছে দাও সব অহংকার, আমিত্ব!
খড়া, শুকনো তাপে পৃথিবী তৃঞ্চার্থ,
জেগে উঠুক সবে সঞ্জিবনী পানে।
শোন ঐ গর্জিছে মেঘনাদ,
কালো মেঘেরা ধেয়ে আসে,
অঝোড় ধারায় ঝড়বে এবার জল;
মরা নদে বান এলো বলে…
চাষী ধরো তোমার হাল,
শুকনো জমি চাষ দিতে হবে,
মাঝি ধরো তোমার বৈঠা,
নৌকো ভিড়াতে হবে সালামতে।
কবি তুমি খুঁড়ো তোমার হৃদয়,
না হয় লিখলে আরো দুটি কবিতা,
বর্ষা আনন্দ উৎসব করো
দেখিয়ে দাও কিভাবে বাঁচতে হয়,
ভালোবাসতে হয় পৃথিবীকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৩/০৭/২০২০মুগ্ধতায় স্নান করলাম
-
ফয়জুল মহী ০১/০৭/২০২০অসাধারণ ।