পাখি তোরে বলছি
পাখি তোরে বলছি লাগেরে দোহায়
মোরে তুলে তোর পাখায়
নিয়ে যারে আমায় সোনার মদিনায়।
যাবো সেথা আমি
নাইরে যাবার সাধ্য
পাখিরে তুই করিছ্ নে না
আজকে হরে তুই একটু আমার বাধ্য ।
সয় নারে আর দেরি
নিয়ে যারে মোরে সেথা জলদি
মেটাবোরে মনের আশা
মদিনার কুলে পা রাখিয়া
ধন্য হবো গায়েতে মাখিয়া
নবীজির দেশের পবিত্র ধুলি ।
পাখি তোরে বলছি লাগেরে দোহায়
নিয়ে যারে মোরে সোনার মদিনায় ।
যদি মোরে নাই বা নিয়ে যেতে পারিস
সেইখানেতে
নিয়ে মোর আঁখি দুটো উপরিয়ে
আর কিছু না চাই ।
মোরে তুলে তোর পাখায়
নিয়ে যারে আমায় সোনার মদিনায়।
যাবো সেথা আমি
নাইরে যাবার সাধ্য
পাখিরে তুই করিছ্ নে না
আজকে হরে তুই একটু আমার বাধ্য ।
সয় নারে আর দেরি
নিয়ে যারে মোরে সেথা জলদি
মেটাবোরে মনের আশা
মদিনার কুলে পা রাখিয়া
ধন্য হবো গায়েতে মাখিয়া
নবীজির দেশের পবিত্র ধুলি ।
পাখি তোরে বলছি লাগেরে দোহায়
নিয়ে যারে মোরে সোনার মদিনায় ।
যদি মোরে নাই বা নিয়ে যেতে পারিস
সেইখানেতে
নিয়ে মোর আঁখি দুটো উপরিয়ে
আর কিছু না চাই ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাসান কাবীর ০১/০৬/২০১৬লেখার ভাব ও ভাব্না সুন্দর, ছন্দ আর বাক্য গঠনে আরেকটু মনযোগী হলে আরও ভালো হোতো। এমনিতে ভালো লেগেছে।
-
আবুল হাসান ২২/০৩/২০১৬বেশ
-
শেখ আবু জাফর ছাদেক ০৯/১০/২০১৫bes kobi
-
দেবর্ষি সিংহ ২১/০৯/২০১৫Chomotkar
-
আবু সাহেদ সরকার ১৮/০৯/২০১৫বাহ্ !!
-
মাহমুদ আরিফ ০৭/০৯/২০১৫মন ছুয়ে দিল ।
-
সুহেল ইবনে ইসহাক ০৬/০৯/২০১৫darun
-
মেহেদী হাসান (নয়ন) ০৫/০৯/২০১৫অসাধারণ লিখছেন।
-
সূর্য মুহাম্মাদ জান ০৩/০৯/২০১৫অসংখ্য ধন্যবাদ
-
সূর্য মুহাম্মাদ জান ০৩/০৯/২০১৫ধন্যবাদ
-
অভিষেক মিত্র ০৩/০৯/২০১৫ভালো লাগলো
-
কষ্টের ফেরিওলা ০৩/০৯/২০১৫অনেক সুন্দর হয়ছে।
সামনে আর ও ভালো করবেন।