www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পরাণে যারে দিলাম ঠাঁই

পরাণে যারে দিলাম ঠাঁই
ভাসালাম ভেলা নিথয় সাগরে যার আশায়
সে-ই দিলো মোরে ফাঁকি
রুদ্র আধারের বুকে ফেলে একেলা আমায় ।
পরাণে যারে দিলাম ঠাঁই
সুরভীতো প্রেমে রাখিলাম যতনে
দুনয়নের আলোতে
সে-ই আমার মনে দিলো বড় ব্যথা
ডুবালো মোর প্রেমের তরি মাঝ দরিয়ায় ।
পরাণে যারে দিলাম ঠাঁই
সে তো কভু আমার হয় নাই
শ্রাবনী বিরহের বৃষ্টি ঝড়িয়ে অঝড়ায়
ভাসিয়ে আমায় নয়ন
নিভিয়ে প্রেমের আলো
অন্য কারো হয়ে
হারিয়েছে সে অজানায় ।
পরাণে যারে দিলাম ঠাঁই
সে তো কভু আমায় ভালোবাসে নাই
শুধু-ই আমায় করিলো ব্যর্থ প্রেমিক
এখ পরাণ আমার নিদারুণ মহাশূন্যতায় ।
পরাণে যারে দিলাম ঠাঁই
কেবল শুধু সে কাঁদালো আমায় ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৯/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast