www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কল্প-বিলাসি

তোমার প্রেমেতে মজে
আজ আমি কল্প বিলাসি
রাত আর দিন নাই
যখন তখন তোমার ভাবনাই
আমি মগ্ন পিন্জরে থাকি ।
তোমায় ভালোবেসেছি
আমার মনপ্রাণ দিয়ে
তার বিনময়ে কি পেলুম
শুধু রইলাম পড়ে ব্যদনার নিগড়ে ।
উর্বর হৃদয় ভূমি
তুমি করে দিয়েছো ধসর মরু ভূমি
শত আঘাতে ক্ষত বিক্ষত করেছো মন
কেরে নিয়েছো প্রেম
প্রেম হারানোর জ্বালায় অঙ্গ দিবা-নিশি জ্বলে এখন ।
চলে গেছো বহুদুর
অন্যের ঘরণী হয়ে
আমার বুকে
ব্যথার পাথর মেরে ।
তোমাকে বাস্তবে পাই নি
কল্পনাতে পেয়েছি
তোমায় নিয়ে কল্পনার বীজ বুনে
আজ আমি কল্প বিলাসি ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৯/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast