www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিদ্রোহী সৈনিক

আমি তুলেছি পাল ধরেছি হাল
ভাসিয়েছি বিদ্রোহী তরি
এ বুকেতে উঠেছে তুফান
জ্বলছে হৃয়া কুঠিরে বিদ্রোহী তীব্র অনল
নেই আজ মনের গহীনে ভয়
আমিব-ই ছিনিয়ে আনিব-ই জয় ।
এ দুচোখে অগ্নি ঝড়ে
মুখেতে ঝড়ে বিদ্রোহী সুর
মোর পদচারণে উঠে ভূমি কেঁপে
মনেতে বাজে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহী রণ্দ-মামা ।
আমি বিদ্রোহী সৈনিক
বাজায় বিদ্রোহী বাঁশরি
নেই নিস্তার আজ যে অত্যাচারী-অপরাধী,
গহীন মাটি পেরিয়ে গেলেও
ভূধর ছেদিয়া ভূকম্পন হয়ে
ওদের গাথিবো মরণ সুতোয়
কোনো নিস্তার নেই ।
আমি ঘোষিত করি মানবতার জয়ের বারতা
আমি বিদ্রোহী সৈনিক
আমি হবো শান্ত হবো না ক্ষান্ত
টানবো না বিদ্রোহের ইতি
যত দিন বাঁচবো সত্যের তরে লড়বো
গহিবো বিদ্রোহী গীতি
আমি বিদ্রোহী ।
আসে আসুক মরণ বুক পেতে নেবো
আসে আসুক যন্ত্রণা তবু কভু নাহি পিছু হটবো ।
আমি বিদ্রোহী সৈনিক
আমি অত্যাচারীর বিরুদ্ধে
মহাবিষধর শঙ্খচূড় ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৯/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast