অনামিকার প্রেম শস্য
হে সুন্দরি যুবতি অনামিকা
তোমায় দেখলে চোখ ঝলসে যায়
আগুণ জ্বলে উঠে বুকে
মন তোমাকে কাছে পেতে চাই ।
অনামিকা
তুমি যেন এক প্রেম গোলাপ
মুগ্ধ করা তোমার রুপের জ্যোতি
হৃদয় দোলানো তোমার ছোঁয়া ।
অনামিকা
তুমি কি প্রেমের কৃষানি
তা না হলে এ হৃয়া জমিনে
প্রেম শস্য বুনলে কি করে
এ প্রেম শস্য
তবুও এক পাকা প্রেম কৃষানির হাতে বুনা
একেবারে অন্যধাচের প্রেম ।
অনামিকা
দোহায় লাগে
প্রেম পিন্জর ভেঙে
কখনো যেও না দুরে
রাখবো তোমায় এ বুকে ধরিয়া
তুমি আমার শুধুই অনামিকা ।
তোমায় দেখলে চোখ ঝলসে যায়
আগুণ জ্বলে উঠে বুকে
মন তোমাকে কাছে পেতে চাই ।
অনামিকা
তুমি যেন এক প্রেম গোলাপ
মুগ্ধ করা তোমার রুপের জ্যোতি
হৃদয় দোলানো তোমার ছোঁয়া ।
অনামিকা
তুমি কি প্রেমের কৃষানি
তা না হলে এ হৃয়া জমিনে
প্রেম শস্য বুনলে কি করে
এ প্রেম শস্য
তবুও এক পাকা প্রেম কৃষানির হাতে বুনা
একেবারে অন্যধাচের প্রেম ।
অনামিকা
দোহায় লাগে
প্রেম পিন্জর ভেঙে
কখনো যেও না দুরে
রাখবো তোমায় এ বুকে ধরিয়া
তুমি আমার শুধুই অনামিকা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মায়নুল হক ০২/০৯/২০১৫খুব সুন্দর ছন্দ ময় ভাই
-
সমরেশ সুবোধ পড়্যা ০১/০৯/২০১৫সুন্দর কবিতা।
-
কিশোর কারুণিক ০১/০৯/২০১৫বেশ
-
নীরব রাজ ৩১/০৮/২০১৫তুমি আমার শুধুই অনামিকা ......