www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবিতা-চিঠি

তোমাকে প্রথম যেদিন দেখে ছিলাম
সেদিন-ই তোমায় ভালোবেসে ছিলাম
কিন্তু বলতে পারি নি
হাজার বার বলতে গিয়েও ফিরে এসেছি
কভু বলা হয় নি ।
শুধুই স্বপন দেখলাম তোমায় দিয়ে
একাধারে নিশি জেগে
স্বপনে তোমার ছোঁয়া পাই
বাস্তবে তুমি বহুদুর হায় ।
যখন-ই তোমায় দেখতাম খুব ভালো লাগতো
লাল শাড়িতে তোমায় দারুণ লাগতো আরো
যেন বেহেস্ত থেকে এসেছে নেমে
হুরীদের রাণী
ভালোবাসবার মতো এক দারুণ গোলাপ তুমি
আমি তোমার প্রেম পিয়াসী ।

দেখতে দেখতে বহু দিন চলে গেলো
চাকরির খোঁজে শহরে আমাকেও আসতে হলো
তোমাকে ছেড়ে আসতে চাই নি আমি
পরিবারের স্রোত রাখতে এসেছি ।
ভালো লাগে না
শহরের হৃদয়হীন বাটে
বারে বার তোমাকেই পড়ে মনে ।
এক বছর পর
বাড়ি এসে দেখি
কোথায় জানি তোমারা গিয়াছো চলি,
মনের বাগে ফুটে উঠা ভাব কলি
তোমাকে জানাতে পারি নি ।
তাইতো লিখলাম এই কবিতা-চিঠি
লিখলাম তাতে "তোমায় ভালোবাসি"
কবিতা-চিঠিটা পেলে তুমি
জবাব দিও
মন চাইলে ভালোবাসতে পারো
কিন্তু আমি তোমায় ভালোবাসবো সারা জীবন
থাকবো তোমার অপেক্ষায় চির-টি ক্ষণ ।
লিখলাম টেনে ইতি
নিভৃতে নিরবে
ভালোবেসে ছিলো যে তোমারে সখি ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৮/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast