www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার ছোট্ট সোনার গাঁ

আমার সেই ছোট্ট সোনার গাঁয়ে
ঘুম পাড়ানির শেষে রাতি পোহাইলে
নিত্য খুব অবাক হতাম
আছি যেন এ এক রুপকথার দেশে
সবুজে মাতানো সুবাসিত মাটির টানে
প্রকৃতির কোলে বিভোল মনে মিশে যেতাম ।
মেঠো পথের দুধারে
দূর্ব ঘাসের দল হাসে
তাকাতো চারপাশ কাজল পড়া চোখে
হেসে উঠতো স্নেহের হাসি সূর্যের রাঙা পরশে ।
মনের সুখ-টুকু খুঁজে পেতাম
সবুজ পাতার নিবিড় পারাবারে
অমৃতে ভেজা শান্ত হাওয়া
পরশ বুলিয়ে যেতো নিসীম শূন্যে ।
খুব অবাক হয়ে মুগ্ধ নেত্রে দেখতাম
আমার এই শান্তি রুপিনী গ্রামকে
সুখের ঠিকানা হেথা খুঁজে পেতাম
শান্তি পেতাম মনের নিথয় দরিয়াতে ।
এ গ্রাম আহা কি মনোহারি
কি স্নেহাসীনি
নেই কোলাহল শান্ত হয়ে সাবাই বাঁচে
আমার সেই সোনার ছোট্ট গাঁয়ে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৮/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast