তোমার আসার পথ
আসি বলে তুমি সেই যে চলে গেলে
তারপর আর তোমার দেখা মিলে নাই
কেঁটে গেল দিনের পর দিন
বিদায় নিলো কত বছর
তোমার আসার পথ তবু না ফুরায় ।
তুমি কি এখন আমায় ভালোবাসো
নাকি ভুলে গেছো আমায়
চিরতরে জনমের মতো করে
নাকি আমারি আছো
এই হূদয় জুড়ে নিঃশ্বাস হয়ে ।
আমি জানি
আমাকেই ভালোবাসো তুমি
তুমি আসছো আমারি পাণে
আমাকে তোমার বুকে জড়াতে ।
তোমার আসার কতই বা দীর্ঘ পথ
এ পথ কি আর ফুরাবে না
এ জীবনে তোমার আসার পথ কি ঘোলাটেই রবে
নাকি ফিরে এসে
হূদয়ে দেবে স্বপ্নীল ছোঁয়া ।
তারপর আর তোমার দেখা মিলে নাই
কেঁটে গেল দিনের পর দিন
বিদায় নিলো কত বছর
তোমার আসার পথ তবু না ফুরায় ।
তুমি কি এখন আমায় ভালোবাসো
নাকি ভুলে গেছো আমায়
চিরতরে জনমের মতো করে
নাকি আমারি আছো
এই হূদয় জুড়ে নিঃশ্বাস হয়ে ।
আমি জানি
আমাকেই ভালোবাসো তুমি
তুমি আসছো আমারি পাণে
আমাকে তোমার বুকে জড়াতে ।
তোমার আসার কতই বা দীর্ঘ পথ
এ পথ কি আর ফুরাবে না
এ জীবনে তোমার আসার পথ কি ঘোলাটেই রবে
নাকি ফিরে এসে
হূদয়ে দেবে স্বপ্নীল ছোঁয়া ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ২৪/০৯/২০১৫পথটা ভালো খুঁজেছেন।
-
সমরেশ সুবোধ পড়্যা ০৭/০৯/২০১৫ভালো লাগলো।
-
মাহমুদ আরিফ ০৪/০৯/২০১৫অসাধারন ।
-
এম এস সজীব ০৪/০৯/২০১৫Vary ফাইন
-
সূর্য মুহাম্মাদ জান ২৮/০৮/২০১৫দারুণ