www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালবাসার গল্প

তোমাকে নিয়ে এখন আর আগের
মত স্বপ্ন দেখিনা,আবেগটা
ফুরিয়ে গেছে।
শুধুই স্বপ্নই দেখা হতো,ডায়েরির
পাতায় লিখা হতোনা।এখন সেই
সুপ্ত অনুভূতিগুলো মাঝে মাঝে
মনের দরজায় কড়া নাড়ে।এখন আর
স্বপ্ন দেখতে ইচ্ছা করেনা,শুধু
তোমায় নিয়ে ডায়েরির পাতায়
লিখতে ইচ্ছে করে।আবেগটা
ফুরিয়ে গেছে কিন্তু
ভালবাসাটাতো আর ফুরিয়ে
যায়নি।
এখনো ভালবাসি তোমায়।
দূর থেকে ভালোবেসেছিলাম
তোমায় হৃদয়ের খুব কাছে
রেখেই।বহুদিন পর বহুদূর থেকে
তোমায় দেখতাম আড় চোখে
অনুভব নিয়ে।হয়তোবা বুঝতে
দিয়নি বা বুঝতে পারোনি বা না
বুঝার ভান করেছিলে।মনের
মিলন না হলেও মন ছুঁয়ে
দিয়েছিলে আমায় তোমার
মিষ্টি কন্ঠের ডাকে।সেই
ছোঁয়াতে হৃদয়ে জেগেছিল
ভালবাসার অনুরনন।জানি আমি
তোমার অপরূপ মায়ায় প্রেমে
পড়েছি,তোমাকে জেনে নয়।
জানার দরকারও ছিলনা।আমার হৃদয়
শুধু তোমার অপরূপ মায়াবী রূপটাই
কল্পনা করতে পারে,অন্য কারও
নয়।আরও কত মায়াবী রূপবতী
আছে,কই আমার মনে কখনো
ভালবাসার সাড়া জাগেনি
দেখে।আমি জানতাম,তোমায়
আমি অনেক ভালবাসি।হয়তোবা
কঠিন বাস্তবতার মাঝে অন্য কেউ
এসে সেই ভালবাসার ভাগীদার
হবে।মনের পরিপূর্ণতার মাঝে
কিছু একটার অভাব ঘটবে সেদিন।
যা আমার মনকে অপরাধী করে
রাখবে সারাজীবন।তোমায়
স্বপ্নে কতবার ছুয়েছিলাম অনুভব
নিয়ে।নিজের সাথে নিজের
মত করে ভালবাসার কথাগুলো
বিড়বিড় করে বলা,খানিকটা মজা
পেলে হেসে ওঠা,কিছুটা
অভিমান,মাঝে মাঝে
অনিশ্চয়তার হাতছানিতে
ছিনছিনে ব্যাথা
অনুভব,কোলবালিশ বুকে অফুরন্ত
গল্প আরও কত কি যে দিবাস্বপ্ন।
আমার সুখে-দুঃখে সবসময় কল্পনায়
পাশে ছিলে।তোমায় নিয়ে
ভালবাসা আমার হৃদয় থেকে মুছে
যাবেনা কোনদিন হয়তোবা
চাপা থাকবে কিছুদিন।আবার সুপ্ত
আগ্নেয়গিরির মত জ্বলে ওঠবে
একদিন।মনে করিয়ে দিবে সেই
অনুভূতি।এভাবে চলবে আর
কতদিন,শেষ নিঃশ্বাস অবধি।
একদিন শেষ হয়ে যাবে সেই
ভালবাসার গল্প,জানবেনা সে
আর কোনদিন।হয়তোবা এরি মধ্যে
কল্পনায় পুষে রাখবে পরবর্তী
জীবনে তার সাথে দেখা হবে
কোনদিন,সৃষ্টাকর্তার লীলায় এই
প্রেমলীলা সাধন হবে
কোনদিন,এই জীবনের অপূর্ণতা
পরবর্তী জীবনে পূর্ণ হবে
কোনদিন???
এই নিয়ে চিন্তায় নিমগ্ন,অবুঝ
বালক।
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ১০৬৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০১/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast