দেশটা আমাদের সকলের
* আসাধু , দুর্নীতিবাজ রাজনীতিবিদদের
না বলুন কারণ দেশটা আমাদের সকলের •
বিগত " ৪৭ " বছরে বাংলার প্রপ্তির জুড়িতে যে কোন রকম. সফলতা ,উন্নতি,অর্জন আসেনি তা কিন্তু বলা যাবে না বিশ্ব দরবারে শির উচু করার মত এমন অনেক কীর্তিই রয়েছে এই বাংলার তবে সকল খ্যাতে যে সমান ভাবে উন্নতি হয়েছে তা কিন্তু নয় তবে হয়েছে তা কিন্তু সত্যি শুধু মাত্র রাজনৈতিক খ্যাত ব্যতীত যার যাত্রা আজ অবদি উল্টো বিপথগামী এখানে রাজনীতি শব্দটি রয়েছে কেবল মাত্র তার পূর্বে কু-শব্দটি সংযুক্ত হয়ে কু-রাজনীতির প্রভাবে ছেয়ে যাচ্ছে পুরো দেশ | বাংলার রাজনীতিবিদদের নিয়ে আজ তেমন কিছু বলবনা কারণ কুকুরের লেজ কভু সোজা হয়না আমি এই প্রবাদে বিশ্বাসী |
কৌতহল থেকেই গত কাল একজন ষাটউর্ধ্ব চাচাকে একটি প্রশ্ন ছুড়ে ছিলাম | চাচা আপনি কি কবু নির্বাচনে ভোট দিয়েছেন ? প্রশ্ন শুনে চাচা বেজায় চড়ে গেল আমার উপর| চাচাকে বিনয়ের সুরে বললাম চাচা হ্যা অথবা না যেকোনো একটি বলুন
অবশ্যই দিয়েছে স্বাধীনতার পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে সবকটিতে দিয়েছি তার মানে আপনি বিগত
৪৭ বছর যাবত ভোট দিচ্ছেন ?
হ্যা দিচ্ছি তো ?
চাচার সাথে ভালই গল্প জমে উঠল
পরক্ষনেই চাচা আপনি কি জানেন পৃথিবীতে একটি দেশ আছে এবং সেই দেশের আঠারোউর্ধ্ব জনগণ প্রতি পাঁচ বছর অন্তর অন্তর দল বেধে নেড়া হয়ে সবাই বেল তলায় যায় এই ভেবে যে এইবার মনে হয় বেল পড়বে না কিন্তু চোরে কি শুনে ধর্মের কথা | চাচার কি সেই অট্টহাসি এত দেখি গাঁধার দেশ| দেশের নাম কি ?
এক কথায় প্রকাশের মত বললাম " বাংলাদেশ " দুইশত বছর ব্রিটিশ, তারপর ভারত, পাকিস্তান আর বিগত চুয়াল্লিশ বছর যাবত স্বাধীনতার নামে, গণতন্ত্রের নামে স্বাধীন বাংলার পরাধীন জনগনের উপর লাগাতার ধর্ষণ করে চলছে আমার দেশের রাজনীতিবিদগণ শুধু মাত্র ধর্ষকের পরিবর্তন হয়েছে কিন্তু ধর্ষিতা আমার বাংলাই আর বাংলার জনগণ| চাচা আর কত যুগ প্রতারিত হলে এই বাংলার মানুষ জাগ্রত হবে বলতে পারেন ? গত সিটি নির্বাচনের কোথায় ভাবুন | নির্বাচনের পূর্বে প্রার্থী গণ কি করলো " তারা ঝাড়ু হাতে রাস্তায় নামল,ড্রেন পরিস্কার করলো, রিকশা চালাল, কত শত প্রতিশ্রতি কিন্ত আসলে কি ? আমরা তার সবই জানি তাদের নাটক আমাদের সকলেরই জানা কিন্ত আমরা এই ভুয়া নাটক, ভুয়া ওয়াদা বার বার দেখছি এবং বিশ্বাস করছি | মূলত তাদের কোন অপরাধ নেই অপরাধ আমাদেরই| কেউ যদি দরজা খোলা রেখে ঘুমায় তাহলেত তার ঘরে চুরি হবেই | যতদিন না বাংলার জনগণ জাগ্রত, সচেতন হবে ততদিন তারা চুরি করবেই| আসাধু , দুর্নীতিবাজ রাজনীতিবিদদেরকে না বলুন কারণ দেশটা আমাদের সকলের |
আচ্ছা চাচা বলতে পারেন ,
আইএস , বোকো হারাম সহ যত গুলো জঙ্গি সংগঠন আছে তারা তাদের অপকর্মের দায় স্বীকার করে কিন্তু আমার দেশের রাজনীতিবিদরা নিজেদের অপকর্মের,ভুলের দায় স্বীকারতো করে ই না বরং যে দলই ক্ষমতায় থাকে তারা বিরোধী দলের উপর কেন দায় চাপায় ?
না বলুন কারণ দেশটা আমাদের সকলের •
বিগত " ৪৭ " বছরে বাংলার প্রপ্তির জুড়িতে যে কোন রকম. সফলতা ,উন্নতি,অর্জন আসেনি তা কিন্তু বলা যাবে না বিশ্ব দরবারে শির উচু করার মত এমন অনেক কীর্তিই রয়েছে এই বাংলার তবে সকল খ্যাতে যে সমান ভাবে উন্নতি হয়েছে তা কিন্তু নয় তবে হয়েছে তা কিন্তু সত্যি শুধু মাত্র রাজনৈতিক খ্যাত ব্যতীত যার যাত্রা আজ অবদি উল্টো বিপথগামী এখানে রাজনীতি শব্দটি রয়েছে কেবল মাত্র তার পূর্বে কু-শব্দটি সংযুক্ত হয়ে কু-রাজনীতির প্রভাবে ছেয়ে যাচ্ছে পুরো দেশ | বাংলার রাজনীতিবিদদের নিয়ে আজ তেমন কিছু বলবনা কারণ কুকুরের লেজ কভু সোজা হয়না আমি এই প্রবাদে বিশ্বাসী |
কৌতহল থেকেই গত কাল একজন ষাটউর্ধ্ব চাচাকে একটি প্রশ্ন ছুড়ে ছিলাম | চাচা আপনি কি কবু নির্বাচনে ভোট দিয়েছেন ? প্রশ্ন শুনে চাচা বেজায় চড়ে গেল আমার উপর| চাচাকে বিনয়ের সুরে বললাম চাচা হ্যা অথবা না যেকোনো একটি বলুন
অবশ্যই দিয়েছে স্বাধীনতার পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে সবকটিতে দিয়েছি তার মানে আপনি বিগত
৪৭ বছর যাবত ভোট দিচ্ছেন ?
হ্যা দিচ্ছি তো ?
চাচার সাথে ভালই গল্প জমে উঠল
পরক্ষনেই চাচা আপনি কি জানেন পৃথিবীতে একটি দেশ আছে এবং সেই দেশের আঠারোউর্ধ্ব জনগণ প্রতি পাঁচ বছর অন্তর অন্তর দল বেধে নেড়া হয়ে সবাই বেল তলায় যায় এই ভেবে যে এইবার মনে হয় বেল পড়বে না কিন্তু চোরে কি শুনে ধর্মের কথা | চাচার কি সেই অট্টহাসি এত দেখি গাঁধার দেশ| দেশের নাম কি ?
এক কথায় প্রকাশের মত বললাম " বাংলাদেশ " দুইশত বছর ব্রিটিশ, তারপর ভারত, পাকিস্তান আর বিগত চুয়াল্লিশ বছর যাবত স্বাধীনতার নামে, গণতন্ত্রের নামে স্বাধীন বাংলার পরাধীন জনগনের উপর লাগাতার ধর্ষণ করে চলছে আমার দেশের রাজনীতিবিদগণ শুধু মাত্র ধর্ষকের পরিবর্তন হয়েছে কিন্তু ধর্ষিতা আমার বাংলাই আর বাংলার জনগণ| চাচা আর কত যুগ প্রতারিত হলে এই বাংলার মানুষ জাগ্রত হবে বলতে পারেন ? গত সিটি নির্বাচনের কোথায় ভাবুন | নির্বাচনের পূর্বে প্রার্থী গণ কি করলো " তারা ঝাড়ু হাতে রাস্তায় নামল,ড্রেন পরিস্কার করলো, রিকশা চালাল, কত শত প্রতিশ্রতি কিন্ত আসলে কি ? আমরা তার সবই জানি তাদের নাটক আমাদের সকলেরই জানা কিন্ত আমরা এই ভুয়া নাটক, ভুয়া ওয়াদা বার বার দেখছি এবং বিশ্বাস করছি | মূলত তাদের কোন অপরাধ নেই অপরাধ আমাদেরই| কেউ যদি দরজা খোলা রেখে ঘুমায় তাহলেত তার ঘরে চুরি হবেই | যতদিন না বাংলার জনগণ জাগ্রত, সচেতন হবে ততদিন তারা চুরি করবেই| আসাধু , দুর্নীতিবাজ রাজনীতিবিদদেরকে না বলুন কারণ দেশটা আমাদের সকলের |
আচ্ছা চাচা বলতে পারেন ,
আইএস , বোকো হারাম সহ যত গুলো জঙ্গি সংগঠন আছে তারা তাদের অপকর্মের দায় স্বীকার করে কিন্তু আমার দেশের রাজনীতিবিদরা নিজেদের অপকর্মের,ভুলের দায় স্বীকারতো করে ই না বরং যে দলই ক্ষমতায় থাকে তারা বিরোধী দলের উপর কেন দায় চাপায় ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২২/০৯/২০১৮
রু
ণ