প্রেমেরই গীত প্রাণের মাঝে বাজে
প্রেমেরই গীত প্রাণের মাঝে বাজে
জামাল উদ্দিন জীবন
প্রেমেরই গীত প্রাণের মাঝে বাজে
মন বসে নাগো গৃহের কোন কাজে
অবুঝ মন বারে বারে তোমায় খুঁজে
বেঁধে রাখো প্রেমেরই বন্ধনে দুবাহুতে।
জনম জনম থাকবো তোমার সাথে
এই আসা মোর মরমে মরমে বেজেছে।
অঙ্গে পড়াবো নীলিমার শাড়ি আরো নীল চুড়ি
হাতে হাত রেখে দাওগো কথা ওগো কিশোরী
খোপায় গুঁজিয়া দিব সহস্র বর্ণের কুসুম কলি
এক বার মোর প্রেমেতে হয়ে দেখো খেয়ালী।
অপলক বদন পানে নীরবে চেয়ে থাকি
সাজাবো তোমাতে আমাতে সুখের বসতি
দুরু দুরু কাঁপে হিয়া প্রণেরই প্রিয় দরদিয়া
বাজাবো প্রেমের মুরলী যুগল নিশি জাগিয়া।
রচনাকাল : ২৪ /০৮/২০২২
জামাল উদ্দিন জীবন
প্রেমেরই গীত প্রাণের মাঝে বাজে
মন বসে নাগো গৃহের কোন কাজে
অবুঝ মন বারে বারে তোমায় খুঁজে
বেঁধে রাখো প্রেমেরই বন্ধনে দুবাহুতে।
জনম জনম থাকবো তোমার সাথে
এই আসা মোর মরমে মরমে বেজেছে।
অঙ্গে পড়াবো নীলিমার শাড়ি আরো নীল চুড়ি
হাতে হাত রেখে দাওগো কথা ওগো কিশোরী
খোপায় গুঁজিয়া দিব সহস্র বর্ণের কুসুম কলি
এক বার মোর প্রেমেতে হয়ে দেখো খেয়ালী।
অপলক বদন পানে নীরবে চেয়ে থাকি
সাজাবো তোমাতে আমাতে সুখের বসতি
দুরু দুরু কাঁপে হিয়া প্রণেরই প্রিয় দরদিয়া
বাজাবো প্রেমের মুরলী যুগল নিশি জাগিয়া।
রচনাকাল : ২৪ /০৮/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৮/০৬/২০২৩বেশ সুন্দর লেখাটি
-
বোরহানুল ইসলাম লিটন ৩১/১০/২০২২বেশ প্রেমময় সৃজন!
-
ফয়জুল মহী ২৭/১০/২০২২মনোমুগ্ধকর কবিতা ,
-
আলমগীর সরকার লিটন ২৭/১০/২০২২চমৎকার প্রেমময়