অনুধাবন
অনুধাবন
জামাল উদ্দিন জীবন
প্রত্যাশিত ভোর আজও আসেনি
প্রতীক্ষায় কেটে যায় প্রতিটি মুহূর্ত
শিশিরে ভেজা লাল গোলাপ হাতে
কারো আগমন ঘটবে জীবনে অজানা।
চির চেনা পথ সহস্র ক্রোশ হেঁটেছি
নিয়তি বড় অচেনা মনে হচ্ছে আজ
সদা হাসি সদা লাজ মানব জন্ম বৈকি
স্নেহ,মায়া,প্রেম,ভালোবাসার অপরূপ।
গাঁথুনি দিয়ে গড়া মনুষ্য জীবন সংসার
প্রিয়জন,আপন জন,শেষে হয় প্রয়োজন
প্রয়োজন টা ফুরিয়ে গেলেই কম বেশি
স্বার্থে আঘাত লাগে পরিচিত মানুষ গুলির।
চেনা স্বজন জন হিংস্রতায় পশুকে হাড় মানায়
পরিচিত রুপ বদল হতে ধাকে ধীরে ধীরে
বেমালুম ভুলে গেছি কে কার জগত সংসারে?
সকলে দেখি সবি আমার আমার করেই মরে।
আমার বলতে পাইনি কিছু এই বিশ্ব ভূমণ্ডল
করিল সৃজন যে সবি ধরায় তার নাম শুধু বাজে
মিথ্যে মোহ মায়া আত্ম অহংকারে ভুলে গেছো
ছিল না নাম পরিচয়,বর্ণ,গন্ধ, বংশের মর্যাদা ভবে।
জামাল উদ্দিন জীবন
প্রত্যাশিত ভোর আজও আসেনি
প্রতীক্ষায় কেটে যায় প্রতিটি মুহূর্ত
শিশিরে ভেজা লাল গোলাপ হাতে
কারো আগমন ঘটবে জীবনে অজানা।
চির চেনা পথ সহস্র ক্রোশ হেঁটেছি
নিয়তি বড় অচেনা মনে হচ্ছে আজ
সদা হাসি সদা লাজ মানব জন্ম বৈকি
স্নেহ,মায়া,প্রেম,ভালোবাসার অপরূপ।
গাঁথুনি দিয়ে গড়া মনুষ্য জীবন সংসার
প্রিয়জন,আপন জন,শেষে হয় প্রয়োজন
প্রয়োজন টা ফুরিয়ে গেলেই কম বেশি
স্বার্থে আঘাত লাগে পরিচিত মানুষ গুলির।
চেনা স্বজন জন হিংস্রতায় পশুকে হাড় মানায়
পরিচিত রুপ বদল হতে ধাকে ধীরে ধীরে
বেমালুম ভুলে গেছি কে কার জগত সংসারে?
সকলে দেখি সবি আমার আমার করেই মরে।
আমার বলতে পাইনি কিছু এই বিশ্ব ভূমণ্ডল
করিল সৃজন যে সবি ধরায় তার নাম শুধু বাজে
মিথ্যে মোহ মায়া আত্ম অহংকারে ভুলে গেছো
ছিল না নাম পরিচয়,বর্ণ,গন্ধ, বংশের মর্যাদা ভবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ২৩/১০/২০২২সুন্দর ভাব্না
-
তাবেরী ১১/১০/২০২২সুন্দর লেখা
-
শ.ম. শহীদ ১০/১০/২০২২অসাধারণ লেখা।
-
ফয়জুল মহী ১০/১০/২০২২খুব সুন্দর লিখেছেন কবি