সুখ পরো বাসি ০৩
সুখ পরো বাসি ০৩
জামাল উদ্দিন জীবন
পূব গগনে প্রভাতের সূর্য দেয় কিরণ
নতুন রূপে সাজাতে তোমায় আজ করি
জীবনের পথে পথে শত রঙের আয়োজন
ওরা ভুলে গেছে তোমার বুকে ধরা আছে।
হাজারো বীর সন্তান তোমার তরে হাসি মুখে
দিতে এ জীবন খানা করে দান তারা ভীতু নয়
মাগো মাতৃ ভাষার জন্য মাটির জন্য দিবে প্রাণ
শিশির ভেজা ঘাসের উপর বিন্দু বিন্দু জলের কণা।
খেলা করছে আলোক রশ্মি গুলি তির্যক কিরণ দেয়
বাক বাকবাকুম কুহু কুহু ডাকে আঁখি মেলে তাকিয়েই
শুনি আত্ম চিৎকার এলাকা জুড়ে ওরা বলছে পালাও
পালাও হায়েনা দোসর দালাল রাজাকার পশু রুপীরা।
কি করে পারে মা বোনকে নিয়ে ধ্বংসের খেলা খেলতে
মা বোন দের ইজ্জত হারানো নব বধূর সম্ভ্রম হারা সে কথা
এ আমার বাংলাকে বিবস্ত্র করে বিশ্ব মাঝে দেখা ঘৃণা লজ্জা
গ্লানি উঁচু মাথা নিচু হয়ে থাকা তবে কিসের আসায় অপেক্ষা।
বেরিয়েছি কয়েক জন মাত্র নওজোয়ান হয়ে আগুয়ান ওড়াবো
বিজয়ের নিশান হাজারো লোক সাথী হবে লক্ষ সামনে চলা
নদী খাল বিল বন বাদাড় পেরিয়ে শত্রু ঠিকানার নিকটবর্তী
এবার খেলা হবে আমরণ খেলা সুযোগের অপেক্ষায় আছি।
রচনাকাল : ১০।০২।২০২২
জামাল উদ্দিন জীবন
পূব গগনে প্রভাতের সূর্য দেয় কিরণ
নতুন রূপে সাজাতে তোমায় আজ করি
জীবনের পথে পথে শত রঙের আয়োজন
ওরা ভুলে গেছে তোমার বুকে ধরা আছে।
হাজারো বীর সন্তান তোমার তরে হাসি মুখে
দিতে এ জীবন খানা করে দান তারা ভীতু নয়
মাগো মাতৃ ভাষার জন্য মাটির জন্য দিবে প্রাণ
শিশির ভেজা ঘাসের উপর বিন্দু বিন্দু জলের কণা।
খেলা করছে আলোক রশ্মি গুলি তির্যক কিরণ দেয়
বাক বাকবাকুম কুহু কুহু ডাকে আঁখি মেলে তাকিয়েই
শুনি আত্ম চিৎকার এলাকা জুড়ে ওরা বলছে পালাও
পালাও হায়েনা দোসর দালাল রাজাকার পশু রুপীরা।
কি করে পারে মা বোনকে নিয়ে ধ্বংসের খেলা খেলতে
মা বোন দের ইজ্জত হারানো নব বধূর সম্ভ্রম হারা সে কথা
এ আমার বাংলাকে বিবস্ত্র করে বিশ্ব মাঝে দেখা ঘৃণা লজ্জা
গ্লানি উঁচু মাথা নিচু হয়ে থাকা তবে কিসের আসায় অপেক্ষা।
বেরিয়েছি কয়েক জন মাত্র নওজোয়ান হয়ে আগুয়ান ওড়াবো
বিজয়ের নিশান হাজারো লোক সাথী হবে লক্ষ সামনে চলা
নদী খাল বিল বন বাদাড় পেরিয়ে শত্রু ঠিকানার নিকটবর্তী
এবার খেলা হবে আমরণ খেলা সুযোগের অপেক্ষায় আছি।
রচনাকাল : ১০।০২।২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৭/১০/২০২২সুন্দর অনুভূতির অসাধারণ প্রকাশ
-
শ.ম. শহীদ ০৬/১০/২০২২'সুখ পরবাসী'
ভালো হয়েছে সম্মানিত কবি। -
বোরহানুল ইসলাম লিটন ০৬/১০/২০২২বেশ ভালো লাগলো!
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৬/১০/২০২২দারুণ