সুখ পরো বাসি ০২
সুখ পরো বাসি ০২
জামাল উদ্দিন জীবন
একুশের প্রথম প্রহরে
কি হলো হিয়ার ভিতরে
কান্নার করুন সুর বাজে
অবুঝ মোর এই অন্তরে
ভাইকে হারানোর ব্যথা
মনে পড়ে যায় শত কথা
ছেলে হারানো মায়ের বুকে
উঠে দুখের পাহাড় নীরবতা
বাঁচা ফিরে আয় মমতায় ঘুমায়
অভাগিনী মা কাঁদে সর্বস্ব হারায়
কোটি বার খুঁজে ফিরি লোকের ভীরে
কেমনে ভুলে থাকিস মাকে পাষাণ ওরে।
লক্ষি মা মান করে না আরতো কয়টা দিন
ফিরবো কোলে চুকিয়ে দিয়ে সকলের ঋণ
গায়ের রাখাল মাঝি মুচি কামার কুমার তাঁতী
সকলেই ভাই ভাই মোরা এক সাথেই থাকি।
জামাল উদ্দিন জীবন
একুশের প্রথম প্রহরে
কি হলো হিয়ার ভিতরে
কান্নার করুন সুর বাজে
অবুঝ মোর এই অন্তরে
ভাইকে হারানোর ব্যথা
মনে পড়ে যায় শত কথা
ছেলে হারানো মায়ের বুকে
উঠে দুখের পাহাড় নীরবতা
বাঁচা ফিরে আয় মমতায় ঘুমায়
অভাগিনী মা কাঁদে সর্বস্ব হারায়
কোটি বার খুঁজে ফিরি লোকের ভীরে
কেমনে ভুলে থাকিস মাকে পাষাণ ওরে।
লক্ষি মা মান করে না আরতো কয়টা দিন
ফিরবো কোলে চুকিয়ে দিয়ে সকলের ঋণ
গায়ের রাখাল মাঝি মুচি কামার কুমার তাঁতী
সকলেই ভাই ভাই মোরা এক সাথেই থাকি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ০৬/১০/২০২২Darun lekha.
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৬/১০/২০২২বেশ
-
আলমগীর সরকার লিটন ০৬/১০/২০২২বেশ ছন্দময়
-
ফয়জুল মহী ০৬/১০/২০২২Excellent written