www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একুশের প্রথম প্রহরে

একুশের প্রথম প্রহরে
জামাল উদ্দিন জীবন

একুশের প্রথম প্রহরে কি হলো হিয়ার ভিতরে
কান্নার করুন সুর বাজেগো অবুঝ এই অন্তরে
ছেলে হারা মায়ের বুকে যন্ত্রণার প্রতিধ্বনি শুনি
বুকে উঠে দুখের পাহাড় নীরবতা বঙ্গের জননী।

আমার ভাষার কথা বলি জগতে অবাক হয়ে দেখে
মরণ এলে মরতে পারি ভাষার জন্য সকলে হাসি মুখে
যন্ত্রণার প্রতিধ্বনি বাজেরে বুকে ব্যথা যায় নাতো বলা
মায়ের ভাষায় জন্য অস্ত্র ধারা হাতে দেখেই আত্ম ভোলা।

স্বজন হারানোর ব্যথা বলি একাই আপন মনে নির্জনে
মনে পড়ে যায় স্মৃতি মাখা শত কথা বিরহ ভরা গুঞ্জনে
আঁখিতে স্বপ্ন দোলে মায়ের ভাষাতে কথা বলে সব জনে
বিশ্ব বাসী আকুল হয়ে নাচে অপরূপ মায়ায় সুরের টানে।

এ ব্যথা কাউকে যায় নাতো বলা বিহ্বল হয়ে অস্ত্র তোলা
রাখতে ভাষার মান হয়ে চির অম্লান সামনে এগিয়ে চলা
অপলক নয়নে দেখে আত্ম ভোলা ভাইয়ের রক্তের সে দান
তোমরা হলে চির মহান ইতিহাসের পাতায় দিলে বলিয়ান।
রচনাকাল : ০৩/০৩/২০২২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০২/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মঈনুল ইসলাম ১৫/০৭/২০২২
    খুব সুন্দর!
  • মনোমুগ্ধকর
  • Md. Rayhan Kazi ০৭/০২/২০২২
    অনন্য লেখনশৈলী
  • বিধান চন্দ্র ধর ০৬/০২/২০২২
    চমৎকার লেখা একুশ নিয়ে খুব ভালো লাগলো ।
    প্রিয় কবি রচনাকাল সম্পাদনা করে ঠিক করে দিন ।
    • ভালোবাসা অবিরাম প্রিয় । কৃতজ্ঞতা পাশে থাকবেন সাথে রাখবেন।
      • বিধান চন্দ্র ধর ২১/০২/২০২২
        ৩/৩/২০২২ এখনো আসেনি প্রিয়কবি এটা সম্পাদনা করা উচিৎ।
  • ভাষার মাসে অনন্য শ্রদ্ধাঞ্জলী।
  • ফয়জুল মহী ০৫/০২/২০২২
    অসাধারণ,
  • ভালো লাগলো।
 
Quantcast