বাবা কত দিন তুমি নেই আমার পাশে
বাবা কত দিন তুমি নেই আমার পাশে
দিবা নিশি তোমার ছবি এ হৃদয়ে ভাসে
কত দিনের কত স্মৃতি পড়ে আমার মনে
তোমার মত বান্ধব নেইতো এই ভুবনে।
বিপদে আপদে ছায়া দিয়ে রাখতে সদয়
দুখ কষ্ট ব্যথা কভু যেন ছুঁতে নাহি পায়
ভালোবাসার চাদর দিয়ে রাখতে সর্ব দায়
বুকের মাঝে পরাণ করে রাখ পরম মমতায় ।
আদর যত্ন স্নেহ মায়া আমি পাই না কত দিন
এই জনমে শোধ হবে কি তোমার রক্তের ঋণ
তুমি বিনা আঁধার দেখি পথের পানে চেয়ে থাকি
কখন এসে ডাকবে তুমি বাঁচা আয়না বুকে আয়।
রচনা কাল : ১১/০১/২০২২
দিবা নিশি তোমার ছবি এ হৃদয়ে ভাসে
কত দিনের কত স্মৃতি পড়ে আমার মনে
তোমার মত বান্ধব নেইতো এই ভুবনে।
বিপদে আপদে ছায়া দিয়ে রাখতে সদয়
দুখ কষ্ট ব্যথা কভু যেন ছুঁতে নাহি পায়
ভালোবাসার চাদর দিয়ে রাখতে সর্ব দায়
বুকের মাঝে পরাণ করে রাখ পরম মমতায় ।
আদর যত্ন স্নেহ মায়া আমি পাই না কত দিন
এই জনমে শোধ হবে কি তোমার রক্তের ঋণ
তুমি বিনা আঁধার দেখি পথের পানে চেয়ে থাকি
কখন এসে ডাকবে তুমি বাঁচা আয়না বুকে আয়।
রচনা কাল : ১১/০১/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৩/০১/২০২২সুন্দর প্রকাশ।
-
অভিজিৎ হালদার ১২/০১/২০২২বাবাকে নিয়ে সুন্দর ভাবনার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।
-
শাকিল আহমেদ তৌফিক ১২/০১/২০২২চমৎকার
-
ফয়জুল মহী ১১/০১/২০২২Respect baba
-
মোঃজাকিরুল চৌধুরী ১১/০১/২০২২চমৎকার
-
মোঃ আমিনুল ইসলাম মিঠু ১১/০১/২০২২সুন্দর
-
উবায়দুল্লাহ ফারুক ১১/০১/২০২২চমৎকার
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১১/০১/২০২২সুন্দর