মৃত্যুঞ্জয়ী ০১
মৃত্যুঞ্জয়ী ০১
জামাল উদ্দিন জীবন
দোয়েল কোয়েল ময়না টিয়ে
আমায় ডাকে মধুর সুরে সুরে
মন ভোলান পাখির কুহু তানে
মাটির ঘরে প্রাণটা আকুল করে।
পলাশ শিমুল বনে লেগেছে আগুন
সোনালী ফসলের খেতে পড়েছে ধুম
রক্ত জবা আজো অপেক্ষা করে রয়
এলো বুঝি ভাই টি ঘরে ফিরে এবার।
কাল মহান একুশে ফেব্রুয়ারি
ব্যাকুল হয়ে পথ পানে চেয়ে থাকি
এই বুঝি মোর খোকা আসবে বাড়ি
অপেক্ষার প্রহর কভু শেষ হয় না।
বহমান জলের ধারা কভু ফুরায় না
শান্তনার বাণী সে পরাণে সহে না
ব্যথার জোয়ার বুক ভাঙবে বার বার
বলতে পারো ঘুচবে কবে দুঃখ আমার?
কতো জনা আস ফির খোকা আসে না
কেউ কোন খবর কেন আমায় দেয় না?
মোর খোকা ওদের বুলেটে ঘুমিয়ে গেছে
আমার কুলে আসবে অপেক্ষা শুধু মিছে।
রচনা কাল : ২০।০২।২০২১ ঘটিকা ৫০ মিনিট
সকল ভাষা শহীদ কে গভীর ভাবে বিনম্র শ্রদ্ধা ভরে স্মরণ করে উৎসর্গ করলাম।
জামাল উদ্দিন জীবন
দোয়েল কোয়েল ময়না টিয়ে
আমায় ডাকে মধুর সুরে সুরে
মন ভোলান পাখির কুহু তানে
মাটির ঘরে প্রাণটা আকুল করে।
পলাশ শিমুল বনে লেগেছে আগুন
সোনালী ফসলের খেতে পড়েছে ধুম
রক্ত জবা আজো অপেক্ষা করে রয়
এলো বুঝি ভাই টি ঘরে ফিরে এবার।
কাল মহান একুশে ফেব্রুয়ারি
ব্যাকুল হয়ে পথ পানে চেয়ে থাকি
এই বুঝি মোর খোকা আসবে বাড়ি
অপেক্ষার প্রহর কভু শেষ হয় না।
বহমান জলের ধারা কভু ফুরায় না
শান্তনার বাণী সে পরাণে সহে না
ব্যথার জোয়ার বুক ভাঙবে বার বার
বলতে পারো ঘুচবে কবে দুঃখ আমার?
কতো জনা আস ফির খোকা আসে না
কেউ কোন খবর কেন আমায় দেয় না?
মোর খোকা ওদের বুলেটে ঘুমিয়ে গেছে
আমার কুলে আসবে অপেক্ষা শুধু মিছে।
রচনা কাল : ২০।০২।২০২১ ঘটিকা ৫০ মিনিট
সকল ভাষা শহীদ কে গভীর ভাবে বিনম্র শ্রদ্ধা ভরে স্মরণ করে উৎসর্গ করলাম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৯/০১/২০২২সুন্দর আন্তরিক নৈবেদ্য।
-
ফয়জুল মহী ০৮/০১/২০২২নান্দনিক লিখনশৈলী , , শুভ কামনা রইল নিরন্তর ।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৮/০১/২০২২ছন্দ একটু গড়মিল হয়েছে আর না হলে ভাল ই হয়েছিল।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৮/০১/২০২২অসাধারণ