প্রতিদান
প্রতিদান
জামাল উদ্দিন জীবন
হিম হিম হিমেল হাওয়া বহে চারি ধারে
শিশির ভেজা প্রিয়া মুখ লুকায় আঁচলে
অভিমানী বদন খানি অভিযোগের সুরে
অবুঝ হৃদয় নয়ন মাঝে কান্না ঝড়ে পরে।
চাঁদের আলো হার মানে তার রূপের কাছে
কিসের ব্যথা বয়ে বেড়ায় নিদারুণ বুকে?
মনের মাঝে ক্ষত বলে খুঁজেছি অবিরত
স্বপ্ন ঘেরা আঁখি যুগল শূন্যে অন্ধ কারে।
তুমি হীনা প্রাণটা আনচান আনচান করে
শন শন বায়ু বয় কুয়াশায় ঘেরা চারি ধার
পাখিরা নীড়ে ফিরবে খুঁজে নিজের ঘর
ভেবে দেখবে জীবনে আপন নাকি পর।
কখনও বুজতে পারনি নীরব অভিমান
অভিযোগ নিয়ে হারাবো দূর তেপান্তরে
কখনও পাবে না নিজের আপণ ঘরে
এক রোখা তুমি পথ চলো নিজের মত।
ভেবে দেখো অন্তর মাঝে অবিরত ক্ষত
আশার বাসা ভেঙ্গেছে বেদনার বালুচরে
অবিরত রক্ত ঝড়ে হৃদয় হা হা কার করে
প্রতিদান দিলে তুমি আমার ভালোবাসার।
দূর বহু দূর যাচ্ছি চলে তোমায় রেখে একা
এই জীবনে ভুবনে তার সনে হবে কি দেখা?
থাক বন্ধু মহা সুখে নতুন সাথী নিয়ে বিভোর
অপ্রিয়াকে আয়োজন করে দিয়োগো কবর।
রচনা কাল : ২৯।১২। ২০২০
জামাল উদ্দিন জীবন
হিম হিম হিমেল হাওয়া বহে চারি ধারে
শিশির ভেজা প্রিয়া মুখ লুকায় আঁচলে
অভিমানী বদন খানি অভিযোগের সুরে
অবুঝ হৃদয় নয়ন মাঝে কান্না ঝড়ে পরে।
চাঁদের আলো হার মানে তার রূপের কাছে
কিসের ব্যথা বয়ে বেড়ায় নিদারুণ বুকে?
মনের মাঝে ক্ষত বলে খুঁজেছি অবিরত
স্বপ্ন ঘেরা আঁখি যুগল শূন্যে অন্ধ কারে।
তুমি হীনা প্রাণটা আনচান আনচান করে
শন শন বায়ু বয় কুয়াশায় ঘেরা চারি ধার
পাখিরা নীড়ে ফিরবে খুঁজে নিজের ঘর
ভেবে দেখবে জীবনে আপন নাকি পর।
কখনও বুজতে পারনি নীরব অভিমান
অভিযোগ নিয়ে হারাবো দূর তেপান্তরে
কখনও পাবে না নিজের আপণ ঘরে
এক রোখা তুমি পথ চলো নিজের মত।
ভেবে দেখো অন্তর মাঝে অবিরত ক্ষত
আশার বাসা ভেঙ্গেছে বেদনার বালুচরে
অবিরত রক্ত ঝড়ে হৃদয় হা হা কার করে
প্রতিদান দিলে তুমি আমার ভালোবাসার।
দূর বহু দূর যাচ্ছি চলে তোমায় রেখে একা
এই জীবনে ভুবনে তার সনে হবে কি দেখা?
থাক বন্ধু মহা সুখে নতুন সাথী নিয়ে বিভোর
অপ্রিয়াকে আয়োজন করে দিয়োগো কবর।
রচনা কাল : ২৯।১২। ২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তালাল উদ্দিন ০৪/০১/২০২২অনেক সুন্দর হয়েছে।
-
বোরহানুল ইসলাম লিটন ০৪/০১/২০২২মন ও প্রকৃতির অপূর্ব সমন্বয়।
-
ফয়জুল মহী ০৩/০১/২০২২চমৎকার লেখনী ।
কাব্যিক উপস্থাপন অসাধারণ ।
সতত শুভেচ্ছা । -
তাবেরী ০৩/০১/২০২২সুন্দর
-
মোঃজাকিরুল চৌধুরী ০৩/০১/২০২২চমৎকার