শ্রাবণের বৃষ্টি
শ্রাবণের বৃষ্টি
জামাল উদ্দিন জীবন
খোলা জানালায় দাড়িয়ে একা
রিম ঝিম রিম ঝিম বৃষ্টির শব্দে
মন মাতানো অনাবিল আনন্দে
তোমার কথা বেশ মনে পড়ে যায় ।
তুমি কি আজও ভাবছ আমায়?
প্রকৃতির অপরূপ সৌন্দর্য ধরায়
অবলোকন করলাম আঁখি পানে
কেয়া কদম জুঁই চামেলি বেলি।
কুসুম কলির সম্ভারে হস্ত যুগল
তোমার জন্য নিয়ে দাড়িয়ে আছি
কত দিন গত হল নিদ্রা হারা রজনী
তোমার জন্য অপেক্ষমাণ রইলাম।
বৃষ্টির রাণী এল তবু কেন তুমি এলে না
আমার হৃদয়ের আকাশে সর্বদা তোমার
মুখচ্ছবি ভেসে উঠে মনে কি পড়ে না?
শ্রাবণের বৃষ্টিতে একাকী ছাঁদে দাঁড়িয়ে।
তোমার কথা ভাবি নিজের অজান্তে আমি
তোমার কি মনে পড়ে সে দিনটির কথা?
মোর জীবনে একমাত্র সুখের পরশে ভরা
সেদিন খানি দোলা দিয়ে যায় হিয়ার মাঝে।
শ্রাবণের বৃষ্টিতে আজো তোমায় ভাবি নির্জনে
এই বুঝি এলে তুমি আমায় আপন করে নিতে
নিষ্ঠুর পাষাণ আমার কথা নেই তোমার প্রাণেতে
বৃষ্টি রাণী মনে পড়ে আনন্দ ঘন মিলন দিন খানি।
জামাল উদ্দিন জীবন
খোলা জানালায় দাড়িয়ে একা
রিম ঝিম রিম ঝিম বৃষ্টির শব্দে
মন মাতানো অনাবিল আনন্দে
তোমার কথা বেশ মনে পড়ে যায় ।
তুমি কি আজও ভাবছ আমায়?
প্রকৃতির অপরূপ সৌন্দর্য ধরায়
অবলোকন করলাম আঁখি পানে
কেয়া কদম জুঁই চামেলি বেলি।
কুসুম কলির সম্ভারে হস্ত যুগল
তোমার জন্য নিয়ে দাড়িয়ে আছি
কত দিন গত হল নিদ্রা হারা রজনী
তোমার জন্য অপেক্ষমাণ রইলাম।
বৃষ্টির রাণী এল তবু কেন তুমি এলে না
আমার হৃদয়ের আকাশে সর্বদা তোমার
মুখচ্ছবি ভেসে উঠে মনে কি পড়ে না?
শ্রাবণের বৃষ্টিতে একাকী ছাঁদে দাঁড়িয়ে।
তোমার কথা ভাবি নিজের অজান্তে আমি
তোমার কি মনে পড়ে সে দিনটির কথা?
মোর জীবনে একমাত্র সুখের পরশে ভরা
সেদিন খানি দোলা দিয়ে যায় হিয়ার মাঝে।
শ্রাবণের বৃষ্টিতে আজো তোমায় ভাবি নির্জনে
এই বুঝি এলে তুমি আমায় আপন করে নিতে
নিষ্ঠুর পাষাণ আমার কথা নেই তোমার প্রাণেতে
বৃষ্টি রাণী মনে পড়ে আনন্দ ঘন মিলন দিন খানি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ৩০/১২/২০২১চমৎকার ভাবনার লেখনী,.
-
অভিজিৎ হালদার ৩০/১২/২০২১সুন্দর ভাবনার বহিঃপ্রকাশ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ৩০/১২/২০২১দারুণ