অন্যের কৃত দাস
অন্যের কৃত দাস
জামাল উদ্দিন জীবন
গরীব মানুষ বলে ভালোবাসার নেই দাম
তোমার প্রেমেতে জীবনে আঁধারে ঢাকলাম
অমানিশার চরে নিত্য এখন দেখি ভোর হয়
তুমি দিন দুপুরে করলে ডাকাতি মন চোর।
অর্থের অহংকারে আভিজাত্যের দম্ভে হয়ে অন্ধ
পবিত্র ভালোবাসাকে তুচ্ছ ভেবে পায়ে ঠেলে
সর্ব সুখের আসায় মাড়িয়ে দিয়ে অবহেলায়
মনের আনন্দে অন্য জনার সনে বিমোহিত।
বেঁধেছ বসতি রঙ্গিন চাদর বুকে মাখি
অপলক দু,নয়নে বিভোর হয়ে চেয়ে থাকি
দুনিয়ার বুকে আগমন আজ আজন্ম পাপ
মানুষে মানুষে ব্যবধানের দেয়াল তুলি।
উঁচু নিচু জাত পাতের মিথ্যে অহংকারে
হর হামেশা খেলা চলে ভুবনে মন ভাঙবার
দোষ তোমায় কি দিব মোরে বিধি গড়েছে?
গরীব করি হৃদয়ের ভালোবাসা হারালো।
হৃদয়ের দাম না পেয়ে ধনীর অর্থের মোহে
তুমি আমার মানুষ নাহি কে মানুষ ডাকে?
মোদের পায়ে পিষ্ট হতে জগতে জন্ম ধরায়
দেখি তোরে কেডা আবার মানুষ বাহে কয়।
জগতের নিয়মে ধন সম্পদের বেড়াজালে
অমানুষ রূপে করে গণ্য করে হলাম ভিন্ন
ভেবে দেখ তারাই যোগায় তোমাদের অন্ন
কেন তাদের অবহেলা কিছু টাকার জন্য।
পুকুর চুরি ধর্ষণ করে কর ফাঁকি দেয় আজ
দেশের বকাটে উচ্চ বৃত্ত ধনীর দুলাল নেই লাজ
নিশার মাঝে অন্ধ নারী মোহে বুধ টাকার কুমির
চরিত্রহীন আসক্ত মাতোয়ারা তােমার ভালো স্বামী।
তাদের মতো আমীর নামী দামী নইতো জগতে আমি
গরীব বলে সারাজীবন যাকে করলে তোমরা উপহাস
নামী দামী মানুষ গুলি দেশ ছেড়ে পালায় করে হাজত বাস
গরীব মানুষ ভালো স্বামী হয় না কভু অন্যের কৃত দাস।
রচনা কাল : ১৩.১০.২০২০ বৈকাল ৫ ঘটিকা ১০ মিনিট
জামাল উদ্দিন জীবন
গরীব মানুষ বলে ভালোবাসার নেই দাম
তোমার প্রেমেতে জীবনে আঁধারে ঢাকলাম
অমানিশার চরে নিত্য এখন দেখি ভোর হয়
তুমি দিন দুপুরে করলে ডাকাতি মন চোর।
অর্থের অহংকারে আভিজাত্যের দম্ভে হয়ে অন্ধ
পবিত্র ভালোবাসাকে তুচ্ছ ভেবে পায়ে ঠেলে
সর্ব সুখের আসায় মাড়িয়ে দিয়ে অবহেলায়
মনের আনন্দে অন্য জনার সনে বিমোহিত।
বেঁধেছ বসতি রঙ্গিন চাদর বুকে মাখি
অপলক দু,নয়নে বিভোর হয়ে চেয়ে থাকি
দুনিয়ার বুকে আগমন আজ আজন্ম পাপ
মানুষে মানুষে ব্যবধানের দেয়াল তুলি।
উঁচু নিচু জাত পাতের মিথ্যে অহংকারে
হর হামেশা খেলা চলে ভুবনে মন ভাঙবার
দোষ তোমায় কি দিব মোরে বিধি গড়েছে?
গরীব করি হৃদয়ের ভালোবাসা হারালো।
হৃদয়ের দাম না পেয়ে ধনীর অর্থের মোহে
তুমি আমার মানুষ নাহি কে মানুষ ডাকে?
মোদের পায়ে পিষ্ট হতে জগতে জন্ম ধরায়
দেখি তোরে কেডা আবার মানুষ বাহে কয়।
জগতের নিয়মে ধন সম্পদের বেড়াজালে
অমানুষ রূপে করে গণ্য করে হলাম ভিন্ন
ভেবে দেখ তারাই যোগায় তোমাদের অন্ন
কেন তাদের অবহেলা কিছু টাকার জন্য।
পুকুর চুরি ধর্ষণ করে কর ফাঁকি দেয় আজ
দেশের বকাটে উচ্চ বৃত্ত ধনীর দুলাল নেই লাজ
নিশার মাঝে অন্ধ নারী মোহে বুধ টাকার কুমির
চরিত্রহীন আসক্ত মাতোয়ারা তােমার ভালো স্বামী।
তাদের মতো আমীর নামী দামী নইতো জগতে আমি
গরীব বলে সারাজীবন যাকে করলে তোমরা উপহাস
নামী দামী মানুষ গুলি দেশ ছেড়ে পালায় করে হাজত বাস
গরীব মানুষ ভালো স্বামী হয় না কভু অন্যের কৃত দাস।
রচনা কাল : ১৩.১০.২০২০ বৈকাল ৫ ঘটিকা ১০ মিনিট
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২৯/১২/২০২১সুন্দর প্রয়াস।
-
ফয়জুল মহী ২৮/১২/২০২১চমৎকার অভিব্যক্তি ।
একরাশ মুগ্ধতা -
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৮/১২/২০২১ভালোবাসার যোগ বিয়োগ।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৮/১২/২০২১অনবদ্য প্রকাশ