সন্দেহ
সন্দেহ
জামাল উদ্দিন জীবন
আমার যত্নে গড়া বিশ্বাসের ঘরে
দেখি অবিশ্বাসের চোর ঢুকেছে
স্বপ্ন গুলি ধূসর মরুতে পরিণত
আঁখি মাঝে ছলছল নোনা জল।
তৃষ্ণার্ত কণ্ঠ পানি পানের অযোগ্য
সবুজ বুকের জমিন তামাটে বর্ণ রূপে
বৃক্ষ রাজি শুকিয়ে দেখি বিহ্বল শোকে
হৃদয় মন্দিরে কত জনার আনা গোণা।
একটি মুখ বন্দি সে ভুলেও জানে না
চাক চিক্কের মোহে অন্ধ জনা প্রিয়তমা
ভালোবাসার মূল্য তার কাছে অজানা
সম্পর্কের মানে কি দায়িত্ব হীনতা কয়?
অন্যের সাথে তুলনা সৃষ্ট ব্যবধান হায়
নিন্দুকের সাথে সন্ধি ক্ষণে বসে দিলে
তুমি মিথ্যে অভিযোগ হয়ে আপন জনা
স্মৃতির প্রহেলিকায় মুখটি ভাসে সহস্র বার।
খুঁজে ফিরি প্রিয়ার চেনা মুখ জগতে সর্বদা
বসুধায় না হয় হারালে জীবনের গতি পথ
অন্য কারো সাথে মিলন তিথিতে গড়ে বাসর
অভিমান অনুযোগ করার অধিকার কি আছে?
পথ ভোলা পথিক ভুল করে যাত্রা পথে হলো পরিচয়
পরিনয়টুকু নাইবা পেল কোনো নাম দিয়ে হৃদয়ের দাম
ফিরে যেতে হবে একাকী নীরবে তোমার সুখের উদ্যান
ফুলে ফুলে ভরা রঙ্গিন জীবন সাজাতে করে বিচরণ ধরায়।
আলোর ফোয়ারার আয়োজন দিবা নিশি নিত্য দিন চলে
প্রতি নিশি যন্ত্রণার প্রতিধ্বনি শুনি কর্ণের জ্বালা শোনাবে কি?
না বলা কথা একেলা দাঁড়িয়ে ঝিরি ঝিরি বাতাসে ভাসে
বেদনার আবেশে জড়াই নিত্য দিনের কান্নার ধ্বনি দিবসে।
একলা শুনি কভু না দেখতে পাই স্বর্গ সুখে বসবাস
কি ভুলে কোন সুদুরে হারাই যুগল চরণে পদচারণায়
অন্তর মাঝে সন্দেহের বিষে রক্ত ক্ষরণ হয় অবিরত
ছিন্ন হৃদয় মুক্ত বন্ধন বিহঙ্গের ক্রন্দন মনের মতোন।
রচনা কাল : ০৮.১০.২০২০
জামাল উদ্দিন জীবন
আমার যত্নে গড়া বিশ্বাসের ঘরে
দেখি অবিশ্বাসের চোর ঢুকেছে
স্বপ্ন গুলি ধূসর মরুতে পরিণত
আঁখি মাঝে ছলছল নোনা জল।
তৃষ্ণার্ত কণ্ঠ পানি পানের অযোগ্য
সবুজ বুকের জমিন তামাটে বর্ণ রূপে
বৃক্ষ রাজি শুকিয়ে দেখি বিহ্বল শোকে
হৃদয় মন্দিরে কত জনার আনা গোণা।
একটি মুখ বন্দি সে ভুলেও জানে না
চাক চিক্কের মোহে অন্ধ জনা প্রিয়তমা
ভালোবাসার মূল্য তার কাছে অজানা
সম্পর্কের মানে কি দায়িত্ব হীনতা কয়?
অন্যের সাথে তুলনা সৃষ্ট ব্যবধান হায়
নিন্দুকের সাথে সন্ধি ক্ষণে বসে দিলে
তুমি মিথ্যে অভিযোগ হয়ে আপন জনা
স্মৃতির প্রহেলিকায় মুখটি ভাসে সহস্র বার।
খুঁজে ফিরি প্রিয়ার চেনা মুখ জগতে সর্বদা
বসুধায় না হয় হারালে জীবনের গতি পথ
অন্য কারো সাথে মিলন তিথিতে গড়ে বাসর
অভিমান অনুযোগ করার অধিকার কি আছে?
পথ ভোলা পথিক ভুল করে যাত্রা পথে হলো পরিচয়
পরিনয়টুকু নাইবা পেল কোনো নাম দিয়ে হৃদয়ের দাম
ফিরে যেতে হবে একাকী নীরবে তোমার সুখের উদ্যান
ফুলে ফুলে ভরা রঙ্গিন জীবন সাজাতে করে বিচরণ ধরায়।
আলোর ফোয়ারার আয়োজন দিবা নিশি নিত্য দিন চলে
প্রতি নিশি যন্ত্রণার প্রতিধ্বনি শুনি কর্ণের জ্বালা শোনাবে কি?
না বলা কথা একেলা দাঁড়িয়ে ঝিরি ঝিরি বাতাসে ভাসে
বেদনার আবেশে জড়াই নিত্য দিনের কান্নার ধ্বনি দিবসে।
একলা শুনি কভু না দেখতে পাই স্বর্গ সুখে বসবাস
কি ভুলে কোন সুদুরে হারাই যুগল চরণে পদচারণায়
অন্তর মাঝে সন্দেহের বিষে রক্ত ক্ষরণ হয় অবিরত
ছিন্ন হৃদয় মুক্ত বন্ধন বিহঙ্গের ক্রন্দন মনের মতোন।
রচনা কাল : ০৮.১০.২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৭/১২/২০২১বাহ্ অনবদ্য !! মুগ্ধ হলাম
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৭/১২/২০২১একটু অগোছালো হলো কি?
-
Kalipado Mandal ২৭/১২/২০২১সুন্দর কবিতা