শরতের আকাশে
শরতের আকাশে
জামাল উদ্দিন জীবন
শরতের আকাশে সাদা মেঘের ভেলায় ভেসে যাব
আজ হারিয়ে আদুর তেপান্তর তুমি সাথী হবে
কত দিন গত হয় স্মৃতিরা ফিরে ফিরে তাকায়
মোদের হারানো দিনের কথা মনে করিয়ে দেয়।
মাঝে মাঝে বুনো হাসের দল অবারিত কথা কয়
কাশবনে দুজনে সু জনে কূজনে খুশিতে মাতোয়ারা
তোমার সনে গেয়েছি প্রেমে গীত শত বার দিশেহারা
মনে কি পড়ে অম্রকানুনে কুসুম কলির মালা হাতে।
বন্ধু দাড়িয়ে অপেক্ষার প্রহর গুনতে গোধূলী লগ্নে
ঝিঝি পোকা ডাকে অন্ধকার চারি পাশ বড় ভয় হয়
এসে যদি না পেয়ে ফিরে যায় কেমনে সহিব বিরহ
একাকি গোপনে তোমায় ভেবে আঁখি জলে বুক ভাসাই ।
অভিমানের ডালা সাজিয়ে রাতে বসতে অভিযোগ নিয়ে
ঠিক জানতে জোছনা রাতে আসবো ফিরে তোমার সাথে
মুডি মুড়কি আরো ঢ্যাপের খই সাজিয়ে আপন হাতে
বকুলের মালা সংঙ্খের বালা পড়িয়ে যত্নে প্রিয়ার গলাতে।
০১.১০.২০২০
জামাল উদ্দিন জীবন
শরতের আকাশে সাদা মেঘের ভেলায় ভেসে যাব
আজ হারিয়ে আদুর তেপান্তর তুমি সাথী হবে
কত দিন গত হয় স্মৃতিরা ফিরে ফিরে তাকায়
মোদের হারানো দিনের কথা মনে করিয়ে দেয়।
মাঝে মাঝে বুনো হাসের দল অবারিত কথা কয়
কাশবনে দুজনে সু জনে কূজনে খুশিতে মাতোয়ারা
তোমার সনে গেয়েছি প্রেমে গীত শত বার দিশেহারা
মনে কি পড়ে অম্রকানুনে কুসুম কলির মালা হাতে।
বন্ধু দাড়িয়ে অপেক্ষার প্রহর গুনতে গোধূলী লগ্নে
ঝিঝি পোকা ডাকে অন্ধকার চারি পাশ বড় ভয় হয়
এসে যদি না পেয়ে ফিরে যায় কেমনে সহিব বিরহ
একাকি গোপনে তোমায় ভেবে আঁখি জলে বুক ভাসাই ।
অভিমানের ডালা সাজিয়ে রাতে বসতে অভিযোগ নিয়ে
ঠিক জানতে জোছনা রাতে আসবো ফিরে তোমার সাথে
মুডি মুড়কি আরো ঢ্যাপের খই সাজিয়ে আপন হাতে
বকুলের মালা সংঙ্খের বালা পড়িয়ে যত্নে প্রিয়ার গলাতে।
০১.১০.২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৫/১২/২০২১দারুন
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৫/১২/২০২১পুরানো স্মৃতি যুক্ত বেশ সুন্দর কবিতা।