বঙ্গ করেছে মহীয়ান
বঙ্গ করেছে মহীয়ান
জামাল উদ্দিন জীবন
আমি বঙ্গে জন্মেছি বঙ্গে বেড়েছি বঙ্গের নদী জল করেছি পান
বঙ্গে খেলেছি বঙ্গে দুলেছি, মোর বঙ্গ আজ বিশ্বে বড় মহীয়ান
নদী নালা খাল বিলে কেটেছি সাঁতার মৎস্য শিকার কত শত বার
মায়াবী মেঠো পথে হেঁটেছি অজানা কত দুর সোনার বাংলার।
সুখের পরশ দেয় বুলিয়ে হারাই অজানা সুখের মাঝে বার বার
শত বাধা বিপত্তি পেরিয়ে টেনে নেয় বুকে কোথা পাবিরে আর?
কতনা শান্তি তোমার বুকেতে রাখ যত্নে কোলে হাজারো সন্তান
সর্বদা তোমার বুকে কত শস্য ফুল ফল বাতাসে দোলে জুড়ায় পরাণ।
মিষ্টি মধুর পাখির কলতান শীষ দিয়ে যায় দোয়েল শ্যামা ময়না টিয়ে
ফসলের খেতে ফিঙ্গে শালিক কাকতাড়ুয়ার সঙ্গে কাদা জলে মাতোয়ারা
গর্বিত সবুজ শ্যামল মাটির টান সোনা মাখা অঙ্গে হয়ে যাই দিশে হারা
চরণ পরেছে বিশ্বের শেরা রুপের রাণী ভুবন মাঝে ভাই দ্বিতীয়টি নাই।
মাঝি মাল্লার সুমধুর গান কানে বাজে অন্য কোথা কভু শুনতে কি পাই?
বলছি আমার বঙ্গের কথা তোরা এমন দেশ জগতে কোথা পাবিরে ভাই
হাছন লালন নজরুল তিতুমীর গুণিজন জন্মেছে বঙ্গে তার তুলনা নাই
হেথায় রাখাল মনের সুখে গায় সুমধুর গীত নেচে নেচে কত রঙে ঢংগে।
তাতি মজুর কুলি ওরাও মানুষ ব্যবধানের দেয়াল তুলি কেন যাসরে ভুলি
মানবতা হেথা চির অম্লান হাতে হাত রাখি মোরা এই বাংলাকে গড়ি
জগত মাঝে ভাসাবো ভালোবাসার তরী বন্ধন রবে অটুট চির কাল
গাজী কালুর পুথি শুনে সন্ধ্যায় সকলে হাসি আনন্দ খুশিতে মন ভরে ।
নাহি ব্যাবধান উঁচু নিচু শ্রেনির জাত পাতের মোর জন্ম ভূমি বাংলায়
চাষি ভাই ফসল কাটে বারো মাস মন দিয়ে ঝরায়ে শরীরের লোনা ঘাম
অন্ন পাই বাঁচাই প্রাণ গাই চির জীবন এই বঙ্গো মার জয়গান জনম জনম
জন্মেছি বাংলায় ভূবন মাঝে বঙ্গ করেছে মহিয়ান রাখবো ধরে তার সম্মান।
জামাল উদ্দিন জীবন
আমি বঙ্গে জন্মেছি বঙ্গে বেড়েছি বঙ্গের নদী জল করেছি পান
বঙ্গে খেলেছি বঙ্গে দুলেছি, মোর বঙ্গ আজ বিশ্বে বড় মহীয়ান
নদী নালা খাল বিলে কেটেছি সাঁতার মৎস্য শিকার কত শত বার
মায়াবী মেঠো পথে হেঁটেছি অজানা কত দুর সোনার বাংলার।
সুখের পরশ দেয় বুলিয়ে হারাই অজানা সুখের মাঝে বার বার
শত বাধা বিপত্তি পেরিয়ে টেনে নেয় বুকে কোথা পাবিরে আর?
কতনা শান্তি তোমার বুকেতে রাখ যত্নে কোলে হাজারো সন্তান
সর্বদা তোমার বুকে কত শস্য ফুল ফল বাতাসে দোলে জুড়ায় পরাণ।
মিষ্টি মধুর পাখির কলতান শীষ দিয়ে যায় দোয়েল শ্যামা ময়না টিয়ে
ফসলের খেতে ফিঙ্গে শালিক কাকতাড়ুয়ার সঙ্গে কাদা জলে মাতোয়ারা
গর্বিত সবুজ শ্যামল মাটির টান সোনা মাখা অঙ্গে হয়ে যাই দিশে হারা
চরণ পরেছে বিশ্বের শেরা রুপের রাণী ভুবন মাঝে ভাই দ্বিতীয়টি নাই।
মাঝি মাল্লার সুমধুর গান কানে বাজে অন্য কোথা কভু শুনতে কি পাই?
বলছি আমার বঙ্গের কথা তোরা এমন দেশ জগতে কোথা পাবিরে ভাই
হাছন লালন নজরুল তিতুমীর গুণিজন জন্মেছে বঙ্গে তার তুলনা নাই
হেথায় রাখাল মনের সুখে গায় সুমধুর গীত নেচে নেচে কত রঙে ঢংগে।
তাতি মজুর কুলি ওরাও মানুষ ব্যবধানের দেয়াল তুলি কেন যাসরে ভুলি
মানবতা হেথা চির অম্লান হাতে হাত রাখি মোরা এই বাংলাকে গড়ি
জগত মাঝে ভাসাবো ভালোবাসার তরী বন্ধন রবে অটুট চির কাল
গাজী কালুর পুথি শুনে সন্ধ্যায় সকলে হাসি আনন্দ খুশিতে মন ভরে ।
নাহি ব্যাবধান উঁচু নিচু শ্রেনির জাত পাতের মোর জন্ম ভূমি বাংলায়
চাষি ভাই ফসল কাটে বারো মাস মন দিয়ে ঝরায়ে শরীরের লোনা ঘাম
অন্ন পাই বাঁচাই প্রাণ গাই চির জীবন এই বঙ্গো মার জয়গান জনম জনম
জন্মেছি বাংলায় ভূবন মাঝে বঙ্গ করেছে মহিয়ান রাখবো ধরে তার সম্মান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৩/১২/২০২১অপূর্ব শব্দ চয়ন
-
অভিজিৎ হালদার ২৩/১২/২০২১সুন্দর ভাবনার বহিঃপ্রকাশ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৩/১২/২০২১খুব সুন্দর লিখেছেন।