হৃদয় মাঝে
হৃদয় মাঝে
জামাল উদ্দিন জীবন
বিধি সাধ করে পাঠালে দুনিয়ায় খেলছ তুমি মায়ার খেলা
আমি অধম ঘুরলাম শুধু বুঝলাম না তোমার রঙ্গ মেলা
রঙের এই দুনিয়ায় কত মানুষ আসে যায় দেখি দিবা নিশি
আপন জন হারাইয়া ভবের হাটে বুকের ব্যথায় চোখ কান্দে।
দেখে না কেউ কান্দন লোক লজ্জায় ভয়ে আড়ালে লুকাই
ভাগ্য লিখন যায়না খণ্ডন কর্ম দোষ নিজেই হলাম দোষী
লেখক জীবন বলে সকল ব্যথা বুকে চেপে মহা সুখে অট্র হাসি
হাসি নয়তো তুফান সাইক্লোন প্রলয় গর্জনে হুঙ্কার দিয়ে আসা।
ঘুর্নিঝড় জলোচ্ছ্বাস খরস্রোতা প্রবাহিত নদী দুকুল পাড় ভাঙ্গার
মনের কুল ভেঙ্গেছে যার কি আছে বলো ফিরে জাবর কাণ্ডারি
হৃদয়ের জমিনে পরে না পলি হয়না বসতি আসে না ফুল কলি
সাথী হবে জীবন জুড়ে কথা দিয়ে বন্ধুরে আজ কোথা হারালি?
জগত মাঝে খুঁজে ফিরি বন্ধুরে ওগো কোথায় পাবো তোমারে
দাও বলে দাও ঠিকানা কি থাক কোন শহরে একবার দেখিলে
প্রিয়া অন্তর আত্মা জুড়ায় যায় শীতল করতাম অবুঝ মনটারে
পাইলে হৃদয় মাঝে যত্ন করে রাখবে ধরে থাক শুধু অন্ত পুরে।
জামাল উদ্দিন জীবন
বিধি সাধ করে পাঠালে দুনিয়ায় খেলছ তুমি মায়ার খেলা
আমি অধম ঘুরলাম শুধু বুঝলাম না তোমার রঙ্গ মেলা
রঙের এই দুনিয়ায় কত মানুষ আসে যায় দেখি দিবা নিশি
আপন জন হারাইয়া ভবের হাটে বুকের ব্যথায় চোখ কান্দে।
দেখে না কেউ কান্দন লোক লজ্জায় ভয়ে আড়ালে লুকাই
ভাগ্য লিখন যায়না খণ্ডন কর্ম দোষ নিজেই হলাম দোষী
লেখক জীবন বলে সকল ব্যথা বুকে চেপে মহা সুখে অট্র হাসি
হাসি নয়তো তুফান সাইক্লোন প্রলয় গর্জনে হুঙ্কার দিয়ে আসা।
ঘুর্নিঝড় জলোচ্ছ্বাস খরস্রোতা প্রবাহিত নদী দুকুল পাড় ভাঙ্গার
মনের কুল ভেঙ্গেছে যার কি আছে বলো ফিরে জাবর কাণ্ডারি
হৃদয়ের জমিনে পরে না পলি হয়না বসতি আসে না ফুল কলি
সাথী হবে জীবন জুড়ে কথা দিয়ে বন্ধুরে আজ কোথা হারালি?
জগত মাঝে খুঁজে ফিরি বন্ধুরে ওগো কোথায় পাবো তোমারে
দাও বলে দাও ঠিকানা কি থাক কোন শহরে একবার দেখিলে
প্রিয়া অন্তর আত্মা জুড়ায় যায় শীতল করতাম অবুঝ মনটারে
পাইলে হৃদয় মাঝে যত্ন করে রাখবে ধরে থাক শুধু অন্ত পুরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২০/১২/২০২১তিয়াসী মনের সুন্দর ব্যাকুলতা।
-
ফয়জুল মহী ১৯/১২/২০২১খুব ভালো লাগলো কবিতাটি।l
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৯/১২/২০২১খুব সুন্দর লিখেছেন।
-
অভিজিৎ হালদার ১৯/১২/২০২১সুন্দর