হারাব সুখের ঠিকানায়
হারাব সুখের ঠিকানায়
জামাল উদ্দিন জীবন
কুয়াশায় ঘেরা জীবনের চারিপাশ
হয়নি দেখা দুজনে ঐ নীল আকাশ
শিশির ভেজা ঘাসের উপর বিন্দু জল
ধরণীর বুকে আসবে আলো জল মল।
প্রিয়ারে ওরে প্রিয়ারে চলোনা হারাব
ধরণীর বুকে অজানা সুখের ঠিকানায়
রঙ্গীন আলোর আলিঙ্গনে স্বপ্ন বুনার পথে
নতুন আশা বাধে বাসা জীবনের চারি পাশে।
অনাবিল সুখ দোলা দিয়ে যায়রে ক্ষণে ক্ষণে
দেখি শুধু বন্ধুর বদন খানি অপলক দু,নয়নে
প্রিয়ারে ওরে প্রিয়ারে চলোনা হারাব
ধরণীর বুকে অজানা সুখের ঠিকানায়।
হিয়ার মাঝে শোন প্রেমের মুরালি বাজে
বলবো ওগো না বলা কথা মিষ্টি আলাপনে
হবে কি হৃদয়ে লেনা দেনা অভিসারে হায়
তুমি আমি পাশা পাশি মধু বেলা বয়ে যায়।
প্রিয়ারে ওরে প্রিয়ারে চলোনা হারাব
ধরণীর বুকে অজানা সুখের ঠিকানায়
নতুনের আয়োজনে পুরোনো হয় বিদায়
হতাশার হাত ছানি কেন ফিরে পেতে চায়?
সাজাবো আমার ভুবন সাত রঙের বাহারে
তোমাকে আরো কাছে চাই মনেরি মন্দিরে
প্রিয়ারে ওরে প্রিয়ারে চলোনা হারাব
ধরণীর বুকে অজানা সুখের ঠিকানায়।
এ জীবনে ভালোবাসার হবে হবেগো বিজয়
তুমি আছে সাথী হয়ে নেইতো হারানোর ভয়
মরণ এলেও রবো দুজনা চিরদিন কাছা কাছি
অবাক জগত বাসি দেখবে শুধুই ভালোবাসি।
প্রিয়ারে ওরে প্রিয়ারে চলোনা হারাব
ধরণীর বুকে অজানা সুখের ঠিকানায়।
রচনা কাল ২৬.০৮.২০২০
জামাল উদ্দিন জীবন
কুয়াশায় ঘেরা জীবনের চারিপাশ
হয়নি দেখা দুজনে ঐ নীল আকাশ
শিশির ভেজা ঘাসের উপর বিন্দু জল
ধরণীর বুকে আসবে আলো জল মল।
প্রিয়ারে ওরে প্রিয়ারে চলোনা হারাব
ধরণীর বুকে অজানা সুখের ঠিকানায়
রঙ্গীন আলোর আলিঙ্গনে স্বপ্ন বুনার পথে
নতুন আশা বাধে বাসা জীবনের চারি পাশে।
অনাবিল সুখ দোলা দিয়ে যায়রে ক্ষণে ক্ষণে
দেখি শুধু বন্ধুর বদন খানি অপলক দু,নয়নে
প্রিয়ারে ওরে প্রিয়ারে চলোনা হারাব
ধরণীর বুকে অজানা সুখের ঠিকানায়।
হিয়ার মাঝে শোন প্রেমের মুরালি বাজে
বলবো ওগো না বলা কথা মিষ্টি আলাপনে
হবে কি হৃদয়ে লেনা দেনা অভিসারে হায়
তুমি আমি পাশা পাশি মধু বেলা বয়ে যায়।
প্রিয়ারে ওরে প্রিয়ারে চলোনা হারাব
ধরণীর বুকে অজানা সুখের ঠিকানায়
নতুনের আয়োজনে পুরোনো হয় বিদায়
হতাশার হাত ছানি কেন ফিরে পেতে চায়?
সাজাবো আমার ভুবন সাত রঙের বাহারে
তোমাকে আরো কাছে চাই মনেরি মন্দিরে
প্রিয়ারে ওরে প্রিয়ারে চলোনা হারাব
ধরণীর বুকে অজানা সুখের ঠিকানায়।
এ জীবনে ভালোবাসার হবে হবেগো বিজয়
তুমি আছে সাথী হয়ে নেইতো হারানোর ভয়
মরণ এলেও রবো দুজনা চিরদিন কাছা কাছি
অবাক জগত বাসি দেখবে শুধুই ভালোবাসি।
প্রিয়ারে ওরে প্রিয়ারে চলোনা হারাব
ধরণীর বুকে অজানা সুখের ঠিকানায়।
রচনা কাল ২৬.০৮.২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ১৯/১২/২০২১সুন্দর ভাবনার বহিঃপ্রকাশ
-
ফয়জুল মহী ১৮/১২/২০২১মুগ্ধ হলাম, শুভকামনা রইলো প্রিয় কবি।
-
সাইয়িদ রফিকুল হক ১৮/১২/২০২১ভালো।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৮/১২/২০২১মনোমুগ্ধকর উপস্থাপন। ধন্যবাদ রইল।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৮/১২/২০২১অসাধারণ