মিষ্টি আলাপনে
মিষ্টি আলাপনে
জামাল উদ্দিন জীবন
ঝিরি ঝিরি বৃষ্টি ভেজা মাতাল সমীরণে
প্রিয়জন কইছে কথা মিষ্টি আলাপনে
কুসুম কলির বাহারে ভোমরা করে গুঞ্জন
রাঙ্গিয়ে তুলতে জীবন নতুনের আয়োজন।
সুরের মুরছোনায় প্রিয়া আরো কাছে চাই
তোমার মত আপন জগতে কেহ নাই
দুর অজানায় হারিয়ে যাবে কোথায়?
বারে বারে আসবে ফিরে এই ঠিকানায়।
প্রিয়ার প্রিয় কত শত আবদার করে দিন ভর
কলমি লতা হেলেঞ্চা লাউয়ের ডগা কুমড়ার
ফুলে ছিম মটরশুটি কামরাঙ্গা পাকা বেল
বড়ই তেতুল কদবেল জলপাই আমড়া জাম।
নানা বর্ণের সবজি ফলে দেখ সাজানো বাগান
যত্ন করেছি চাষ রোদ বৃষ্টি ঝড়ে বারো মাস
সজীবতায় ভরে উঠুক প্রকৃতির চারি ধার
নতুন রুপে আসবে ফিরে শত রঙের বাহার।
মেহেদি পাতা দেখো ভিতরে থাকে লাল
প্রদীপ শিখা সারা নিশি জ্বলে চিরটা কাল
মরমে মরেছি তোমার প্রেমে আর কিছু নাই
প্রার্থনা মৃত্যুর মিছিলে একত্রে বিদায় নিতে চাই।
জামাল উদ্দিন জীবন
ঝিরি ঝিরি বৃষ্টি ভেজা মাতাল সমীরণে
প্রিয়জন কইছে কথা মিষ্টি আলাপনে
কুসুম কলির বাহারে ভোমরা করে গুঞ্জন
রাঙ্গিয়ে তুলতে জীবন নতুনের আয়োজন।
সুরের মুরছোনায় প্রিয়া আরো কাছে চাই
তোমার মত আপন জগতে কেহ নাই
দুর অজানায় হারিয়ে যাবে কোথায়?
বারে বারে আসবে ফিরে এই ঠিকানায়।
প্রিয়ার প্রিয় কত শত আবদার করে দিন ভর
কলমি লতা হেলেঞ্চা লাউয়ের ডগা কুমড়ার
ফুলে ছিম মটরশুটি কামরাঙ্গা পাকা বেল
বড়ই তেতুল কদবেল জলপাই আমড়া জাম।
নানা বর্ণের সবজি ফলে দেখ সাজানো বাগান
যত্ন করেছি চাষ রোদ বৃষ্টি ঝড়ে বারো মাস
সজীবতায় ভরে উঠুক প্রকৃতির চারি ধার
নতুন রুপে আসবে ফিরে শত রঙের বাহার।
মেহেদি পাতা দেখো ভিতরে থাকে লাল
প্রদীপ শিখা সারা নিশি জ্বলে চিরটা কাল
মরমে মরেছি তোমার প্রেমে আর কিছু নাই
প্রার্থনা মৃত্যুর মিছিলে একত্রে বিদায় নিতে চাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ১৩/১২/২০২১Sundor vabna...suveccha
-
ফয়জুল মহী ১৩/১২/২০২১অত্যন্ত নান্দনিক
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৩/১২/২০২১সুন্দর লিখেছেন।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৩/১২/২০২১সুন্দর