বর্ষার বৃক্ষরাজি
বর্ষার বৃক্ষরাজি
জামাল উদ্দিন জীবন
প্রভাতের প্রথম প্রহরে বর্ষার আগমন
জানালার ও পাশে বৃক্ষরাজি আয়োজন
নানান বর্ণের তরু ডাল পালা ফুল ছড়িয়ে
মাতাল সমীরণ কুসুমের গন্ধে দেয় মাতিয়ে।
নাম অজানা কত শত বৃক্ষ প্রেমের ডালা
সাজিয়ে করে আমন্ত্রণ বর্ষার জলে ভিজিয়ে
এমনি সময় প্রিয়া ধরে বায়না হস্ত যুগল ধরে
বৃষ্টির জলে গা ভাসিয়ে দুজন হবো মাতোয়ারা।
অবাক হয়ে দেখবে লোকে অপলক হবে ধরা
প্রিয় বৃষ্টি স্নানে কদম তলে মালতী জুঁই কেয়া
চলো যাই হারিয়ে বহু দুরেগো ঘাটে বাধা খেয়া
শাপলা শালুক ঢ্যাপ ফুটেছে ঝিলে দেখ সুন্দর।
অবাক আঁখিতে দেখে জুড়ায়ে যায় এই অন্তর
তোমাতে বীলিন হয়ে আছি সাথী আত্মভোলা
দেহ মন আত্মায় সত্তায় মিশে মোরা একাকার
সাথী জীবনে মরণে মোরা দুজন হবো দুজনার।
হরেক রকম পাখির কূজনে হৃদয়ে দেয় দোলা
জগতে তোমাতেই হয়ে আছি সাথী আত্মভোলা
বাড়িতে ভিজে আছে শাড়ি অঙ্গে জড়িয়ে আমায়
হিয়ার মাঝে লুকাতে প্রিয় দু বাহু দাও বাড়িয়ে।
জামাল উদ্দিন জীবন
প্রভাতের প্রথম প্রহরে বর্ষার আগমন
জানালার ও পাশে বৃক্ষরাজি আয়োজন
নানান বর্ণের তরু ডাল পালা ফুল ছড়িয়ে
মাতাল সমীরণ কুসুমের গন্ধে দেয় মাতিয়ে।
নাম অজানা কত শত বৃক্ষ প্রেমের ডালা
সাজিয়ে করে আমন্ত্রণ বর্ষার জলে ভিজিয়ে
এমনি সময় প্রিয়া ধরে বায়না হস্ত যুগল ধরে
বৃষ্টির জলে গা ভাসিয়ে দুজন হবো মাতোয়ারা।
অবাক হয়ে দেখবে লোকে অপলক হবে ধরা
প্রিয় বৃষ্টি স্নানে কদম তলে মালতী জুঁই কেয়া
চলো যাই হারিয়ে বহু দুরেগো ঘাটে বাধা খেয়া
শাপলা শালুক ঢ্যাপ ফুটেছে ঝিলে দেখ সুন্দর।
অবাক আঁখিতে দেখে জুড়ায়ে যায় এই অন্তর
তোমাতে বীলিন হয়ে আছি সাথী আত্মভোলা
দেহ মন আত্মায় সত্তায় মিশে মোরা একাকার
সাথী জীবনে মরণে মোরা দুজন হবো দুজনার।
হরেক রকম পাখির কূজনে হৃদয়ে দেয় দোলা
জগতে তোমাতেই হয়ে আছি সাথী আত্মভোলা
বাড়িতে ভিজে আছে শাড়ি অঙ্গে জড়িয়ে আমায়
হিয়ার মাঝে লুকাতে প্রিয় দু বাহু দাও বাড়িয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৫/১২/২০২১খুব সুন্দর লিখেছেন।
-
ফয়জুল মহী ১২/১২/২০২১অসাধারণ ।
-
সাইয়িদ রফিকুল হক ১২/১২/২০২১ভাললাগা রইলো।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১২/১২/২০২১সুন্দর