কে বলছে আমি একা ০১
কে বলছে আমি একা ০১
জামাল উদ্দিন জীবন
কে বলছে আমি একা
আমাকে একা মনে করছো
সত্যি তুমি না পারো বটে
জগতে কেন একা হতে যাব।
সব সময় তোমায় আমার কাছে রাখি
দু আঁখি পানে দেখা হয় না
স্পর্শ করতে পারি না
ভীষন ভাবে তোমায় অনুভব করতে পারি।
তুমি আমাকে মন হতে গ্রহন করনি ঠিকই
ক্ষণ কালের সুখের রজনীর মত নিরবে হারাই
আজ আমার হৃদয়ে অবস্হান করে আছ
স্বয়নে স্বপনে হেন জাগরনে আঁখি পানে দেখি।
হিয়ার মাঝে বসবাস মনের গহিনে কর বাস
সবার অলক্ষ্যে হারাতে চাও দূর তেপান্তরে
সুখ বিলাসি অর্থের বিনিময়ে সুখ কিনতে চাও?
ভুল ধারনা মিথ্যে মোহ মায়ায় অন্ধ হয়ে আছ।
জামাল উদ্দিন জীবন
কে বলছে আমি একা
আমাকে একা মনে করছো
সত্যি তুমি না পারো বটে
জগতে কেন একা হতে যাব।
সব সময় তোমায় আমার কাছে রাখি
দু আঁখি পানে দেখা হয় না
স্পর্শ করতে পারি না
ভীষন ভাবে তোমায় অনুভব করতে পারি।
তুমি আমাকে মন হতে গ্রহন করনি ঠিকই
ক্ষণ কালের সুখের রজনীর মত নিরবে হারাই
আজ আমার হৃদয়ে অবস্হান করে আছ
স্বয়নে স্বপনে হেন জাগরনে আঁখি পানে দেখি।
হিয়ার মাঝে বসবাস মনের গহিনে কর বাস
সবার অলক্ষ্যে হারাতে চাও দূর তেপান্তরে
সুখ বিলাসি অর্থের বিনিময়ে সুখ কিনতে চাও?
ভুল ধারনা মিথ্যে মোহ মায়ায় অন্ধ হয়ে আছ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ৩১/১২/২০২১বেশ সুন্দর।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৯/১১/২০২১ভাল
-
ফয়জুল মহী ২৮/১১/২০২১চমৎকার শব্দ চয়ণ