অচিনপুরে
অচিনপুরে
জামাল উদ্দিন জীবন
হারিয়ে গেলে দূর অচিনপুরে
খুঁজোনা তোমার মনের ঘরে
হৃদয়ের মাঝে রাখি যত্ন করে
স্বপ্ন দেখা আঁখি অবিরাম ঝরে।
সোনালী ফসলের মাঠে দুজনে
হেটেছি সুখের স্বপ্ন বুনন করে
সোনামাখা স্মৃতিটুক মনে পরে
হারাবে একা তুমি কেমন করে।
সুজনে কূজনে বনে ডাকে পাপিয়া
পোড়া মন বুঝলেও মানে না হিয়া
পুষ্প কলি ফুটেছে আজ বন বিহারে
ভোমরা অলি কুল ছুটে আসে আহারে।
শিউলি বকুল জুঁই প্রিয় ফুলের সমাহার
গেঁথে মালা পরাবে গলাতে প্রিয়া আমার
আপন হতে আসবে প্রিয়জন কাছে এবার
প্রাণেতে লাগে বড় সুখ আশায় বাঁধি বুক।
জামাল উদ্দিন জীবন
হারিয়ে গেলে দূর অচিনপুরে
খুঁজোনা তোমার মনের ঘরে
হৃদয়ের মাঝে রাখি যত্ন করে
স্বপ্ন দেখা আঁখি অবিরাম ঝরে।
সোনালী ফসলের মাঠে দুজনে
হেটেছি সুখের স্বপ্ন বুনন করে
সোনামাখা স্মৃতিটুক মনে পরে
হারাবে একা তুমি কেমন করে।
সুজনে কূজনে বনে ডাকে পাপিয়া
পোড়া মন বুঝলেও মানে না হিয়া
পুষ্প কলি ফুটেছে আজ বন বিহারে
ভোমরা অলি কুল ছুটে আসে আহারে।
শিউলি বকুল জুঁই প্রিয় ফুলের সমাহার
গেঁথে মালা পরাবে গলাতে প্রিয়া আমার
আপন হতে আসবে প্রিয়জন কাছে এবার
প্রাণেতে লাগে বড় সুখ আশায় বাঁধি বুক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ২৯/১১/২০২১সুন্দর ভাবনার বহিঃপ্রকাশ ঘটেছে কবিতার মাধ্যমে, শুভেচ্ছা ও অভিনন্দন।
-
ফয়জুল মহী ২৭/১১/২০২১মনোমুগ্ধকর লিখনি,
-
আলমগীর সরকার লিটন ২৭/১১/২০২১বেশ ভাবনাময় কবি দা