বিশ্বাস করবে
বিশ্বাস করবে
জামাল উদ্দিন জীবন
এমন একজনকে বিশ্বাস করবে
যে তোমাকে দুঃখ দিয়ে নিজেকে
অপরাধী মনে করে......
এমন একজনকে ভালোবাসো।
যার ভেতর সারাক্ষণ তোমাকে
হারানোর ভয় থাকবে
জীবনে মরণে তোমাকেই চাইবে
সারাটি জীবন তোমার পাশে রইবে।
সুখ দুঃখের সম ভাগিদার ভুবন মাঝে
ব্যথা বেদনা যন্ত্রণার অবসান করো
ভালোবেসে থেকো দুজন দুজনার পাশে
চোখের আড়াল হলে পাগলের মত খুঁজবে।
তোমার স্বপ্নগুলি আপন নয়নে দেখবে
তোমার সুখের জন্য সর্বদা হবে ব্যাকুল
তুমি তার মাঝেই খুঁজে নিও স্বর্গের সব কুল
তোমাতেই হবে বিলিন জগতে ওরে ব্যাভুল।
তাকে অন্যের ন্যায় চিনতে যেয়ে করো না বিচার
ভুল পরীক্ষায় হারাবে সকলি বাড়বে বুকে হাহাকার
স্বপ্ন ঘেরা সুখের নীড় অন্ধকার করবে বসবাস
শুন্য রবে পরে প্রেমের উদ্যান জীবনের বার মাস।
জামাল উদ্দিন জীবন
এমন একজনকে বিশ্বাস করবে
যে তোমাকে দুঃখ দিয়ে নিজেকে
অপরাধী মনে করে......
এমন একজনকে ভালোবাসো।
যার ভেতর সারাক্ষণ তোমাকে
হারানোর ভয় থাকবে
জীবনে মরণে তোমাকেই চাইবে
সারাটি জীবন তোমার পাশে রইবে।
সুখ দুঃখের সম ভাগিদার ভুবন মাঝে
ব্যথা বেদনা যন্ত্রণার অবসান করো
ভালোবেসে থেকো দুজন দুজনার পাশে
চোখের আড়াল হলে পাগলের মত খুঁজবে।
তোমার স্বপ্নগুলি আপন নয়নে দেখবে
তোমার সুখের জন্য সর্বদা হবে ব্যাকুল
তুমি তার মাঝেই খুঁজে নিও স্বর্গের সব কুল
তোমাতেই হবে বিলিন জগতে ওরে ব্যাভুল।
তাকে অন্যের ন্যায় চিনতে যেয়ে করো না বিচার
ভুল পরীক্ষায় হারাবে সকলি বাড়বে বুকে হাহাকার
স্বপ্ন ঘেরা সুখের নীড় অন্ধকার করবে বসবাস
শুন্য রবে পরে প্রেমের উদ্যান জীবনের বার মাস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৬/১১/২০২১ভালোবাসা তাকেই অনাবিল।
-
ফয়জুল মহী ২৩/১১/২০২১সুন্দর লেখা।
-
অভিজিৎ হালদার ২৩/১১/২০২১সুন্দর অনুভূতির প্রকাশ