www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চিরস্থায়ী নয়

চিরস্থায়ী নয়
জামাল উদ্দিন জীবন

ক্ষণস্থায়ী দুনিয়ায় কেহ চিরস্থায়ী নয়
চলে যেতে হবে সকলকে একদিন
অন্ধকার ঘরে মাটির বিছানায়
কেউ রবেনা সাথে যাদের ভাবছো আপন।

মানুষ সাধের দুনিয়ায় ভেবেছে কি মন?
কিসের বড়াই কিসের অহংকার ধরায়
আসা যাওয়ার মিছিলে সামিল হতে হয়
দু,দিন আগে নয়তো পরে চলে যাবে সকলে।

আসিলে যেতে হয় সকলেই চলে গেছে তায়
অর্থের গৌরব প্রার্চুযের দাপট কয় দিন রবে?
সকলে পড়ে রবে জগতের উপরে শূন্য ধরায়
মানুষ হয়ে ভুলে গেছো মানবতা বিধি তুমিও।

বসে দেখ আসমান হতে পালন কর নিরবতা
ধরনীতে সৃষ্টির সেরা করে পাঠালে মানুষেরে
দিয়ে জ্ঞান বুদ্ধি বিবেক ভাল মন্দ বিচারের
সক্ষমতা সৃষ্টির সেরা হয়ে যে কর্ম করে সর্বদা।

পশু হয়েছে মহান এখন বিবেক বন্ধ মনুষ্যত্ব
অন্যায় অপরাধ হরহামেশ চলে দিবসে নিশিতে
আঁখি যুগল বন্ধ করে পাশ কাটিয়ে ঘুরে চলে যায়
অবাক হয়ে দেখি বিবেক মনুষত্ব নিরবে ঘুমায়।

প্রশ্নটা বার বার শুধায় মন মানুষ না মানহুষ তুমি?
মিথ্যে মায়ার মোহ জালে রঙ মহলের আয়োজন
ভাবছো বসে আনন্দ চিত্তে হয়ে আছি আমি রাজা
প্রাণ পাখি ছেড়ে গেলে রাখবে কবরে পাবে সাজা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/১১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুব সুন্দর অনুভূতির প্রকাশ।
  • আহমেদ হানিফ ২৫/১১/২০২১
    খুব ভালো।
  • মাহতাব বাঙ্গালী ২৩/১১/২০২১
    স্থায়ী শব্দটাই শুধু অক্ষরের গঠনে স্থায়ী
    এ ছাড়া বাস্তবতার সবই অস্থায়ী!
  • ফয়জুল মহী ২২/১১/২০২১
    সুন্দর পরিবেশন।
  • অভিজিৎ হালদার ২২/১১/২০২১
    ভালো অনুভব
 
Quantcast