বিবর্ণ আকাশ
বিবর্ণ আকাশ
জামাল উদ্দিন জীবন
সাতরঙা আকাশের সব আলো নিভে গেছে
বিষাদের কালো মেঘ বাসা বেধেছে হৃদয়ে
ধরায় নীল বিষে বিষাক্ত বুকের জমিন খানি
কারণ অকারণ সবটা আজ রয়ে গেছে অজানা।
বিশাল বলে সব ব্যথা বুকে ধারন করে
কখনো আবার বৃষ্টি হয়ে ঝড়ে পরে অঝোরে
কখনো যত্নে লালন করে নীরবে হিয়ায়
সবার অলক্ষ্যে নিজেকে অজানায় লুকায়।
চন্দ্র তারা ঝিকি মিকি আলো দেয় ধরণীতে
অন্যের আলোয় নিজেকে করে আলোকিত
পৃথিবীর সকল অন্ধকার দুর করে ভাবে
নিজেকে সবার মাঝে বিলীন করে দিবে।
নীরব কান্না আছড়ে পরে ধরনীর বুকে
কেউ দেখে না শুনে না বুঝে না জগতে
বোবা কান্নার চাপা কষ্টের নীরব ভাষা
ছায়া হতে চেয়ে পথটা অবরুদ্ধ করলাম।
বল অনন্যার বুকে কি আকাশকে মানায়?
একাই ঘূর্ণিপাকের বৃত্তে ঘুরে বেড়ায় তাকে
নিজ কক্ষ পথেই ঠিকানাটা খুঁজে নিতে হয়
বিবর্ণ আকাশ কি কখনো কারো আপন হয়?
জামাল উদ্দিন জীবন
সাতরঙা আকাশের সব আলো নিভে গেছে
বিষাদের কালো মেঘ বাসা বেধেছে হৃদয়ে
ধরায় নীল বিষে বিষাক্ত বুকের জমিন খানি
কারণ অকারণ সবটা আজ রয়ে গেছে অজানা।
বিশাল বলে সব ব্যথা বুকে ধারন করে
কখনো আবার বৃষ্টি হয়ে ঝড়ে পরে অঝোরে
কখনো যত্নে লালন করে নীরবে হিয়ায়
সবার অলক্ষ্যে নিজেকে অজানায় লুকায়।
চন্দ্র তারা ঝিকি মিকি আলো দেয় ধরণীতে
অন্যের আলোয় নিজেকে করে আলোকিত
পৃথিবীর সকল অন্ধকার দুর করে ভাবে
নিজেকে সবার মাঝে বিলীন করে দিবে।
নীরব কান্না আছড়ে পরে ধরনীর বুকে
কেউ দেখে না শুনে না বুঝে না জগতে
বোবা কান্নার চাপা কষ্টের নীরব ভাষা
ছায়া হতে চেয়ে পথটা অবরুদ্ধ করলাম।
বল অনন্যার বুকে কি আকাশকে মানায়?
একাই ঘূর্ণিপাকের বৃত্তে ঘুরে বেড়ায় তাকে
নিজ কক্ষ পথেই ঠিকানাটা খুঁজে নিতে হয়
বিবর্ণ আকাশ কি কখনো কারো আপন হয়?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিধান চন্দ্র ধর ১৯/১১/২০২১বেশ
-
আলমগীর সরকার লিটন ১৭/১১/২০২১চমৎকার ভাবনার প্রকাশ কবি দা
-
ফয়জুল মহী ১৬/১১/২০২১চমৎকার প্রকাশ ,
-
ধূসর প্রাচীর (তাহসিন নাবিল) ১৬/১১/২০২১প্রচন্ড সুন্দর! এক পশলা মুগ্ধতা ছড়িয়ে গেলাম।