www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিবর্ণ আকাশ

বিবর্ণ আকাশ
জামাল উদ্দিন জীবন

সাতরঙা আকাশের সব আলো নিভে গেছে
বিষাদের কালো মেঘ বাসা বেধেছে হৃদয়ে
ধরায় নীল বিষে বিষাক্ত বুকের জমিন খানি
কারণ অকারণ সবটা আজ রয়ে গেছে অজানা।

বিশাল বলে সব ব্যথা বুকে ধারন করে
কখনো আবার বৃষ্টি হয়ে ঝড়ে পরে অঝোরে
কখনো যত্নে লালন করে নীরবে হিয়ায়
সবার অলক্ষ্যে নিজেকে অজানায় লুকায়।

চন্দ্র তারা ঝিকি মিকি আলো দেয় ধরণীতে
অন্যের আলোয় নিজেকে করে আলোকিত
পৃথিবীর সকল অন্ধকার দুর করে ভাবে
নিজেকে সবার মাঝে বিলীন করে দিবে।

নীরব কান্না আছড়ে পরে ধরনীর বুকে
কেউ দেখে না শুনে না বুঝে না জগতে
বোবা কান্নার চাপা কষ্টের নীরব ভাষা
ছায়া হতে চেয়ে পথটা অবরুদ্ধ করলাম।

বল অনন্যার বুকে কি আকাশকে মানায়?
একাই ঘূর্ণিপাকের বৃত্তে ঘুরে বেড়ায় তাকে
নিজ কক্ষ পথেই ঠিকানাটা খুঁজে নিতে হয়
বিবর্ণ আকাশ কি কখনো কারো আপন হয়?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/১১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বিধান চন্দ্র ধর ১৯/১১/২০২১
    বেশ
  • চমৎকার ভাবনার প্রকাশ কবি দা
  • ফয়জুল মহী ১৬/১১/২০২১
    চমৎকার প্রকাশ ,
  • প্রচন্ড সুন্দর! এক পশলা মুগ্ধতা ছড়িয়ে গেলাম।
 
Quantcast