আল্লাহ্ তুমি মহিয়ান
আল্লাহ্ তুমি মহিয়ান
জামাল উদ্দিন জীবন
আল্লাহ্ তুমি ভবে মহিয়ান
গুনাহগার গাই তার গুনগান
তোমার করুণায় ত্রিভুবনে
কল্যাণ বহে সুন্দর বসুধায়।
আমরা সবাই তোমার গোলাম
তুমি হও প্রভু রহিম চির মহিয়ান
সৃষ্টি জগত সুন্দর করিয়া মাওলা
সৃজন করো তোমার মনের মতন।
তোমারই নামের তাসবি জপি ওহে
অধম আমি দিবা রাতি তোমার তরে
আমার চাওয়া নতশিরে নোয়াই মাথা
আল্লাহ্ তুমি হও মহিয়ান কেমনে গাইবো।
আমি নরাধম তোমার গুনগান দাও বলি
সৃষ্টির সেরা করে পাঠালে তুমি এই ধরায়
এমন কি কর্ম করিব তোমারে রাখতে খুশি
আমি তোমার চরণ সেবি পূজা গ্রহন কর।
প্রেমের দেবতা হও তুমি পূজারি হইতো আমি
তাজা ফুলে সাজাই ঢালি তোমার পূজা দিব বলি
আমরা মনে বড় আশা পাইতে তোমার ভালোবাসা
আমার হৃদয় মাঝে করে আসন গাই শুধু গুনগান।
অতুলনীয় জগত স্বামী দিও ঠাঁই পদতলে
তোমারে দেখিবার লাগি হয়ে আছি ব্যাকুল
ধরণীর বুকে তুমি হও সৃষ্টির মূল আদি অন্ত
ক্ষুদ্র সৃষ্টি আমি মাঙ্গি সাহায্য তোমার দরবারে।
অপরাধী বলে দিও না ফিরিয়ে রহমত হতে
তোমার করুণা জগতে হয়না কোন তুলনা
অসীম রহমত দাওগো ডালি জগতের বুকে
আজ বড় বিপদে পরে ডাকি তোমারে বান্দায়।
মার্জনা কর মোদের গুনাহ তোমার দয়ারি তরে
মহামারি আযাব দিয়োনা এই জগতের মাঝে
আপন হাতে বড় যত্ন করি বিধি গড়িয়াছো ভুবন
করতে তোমার দাসত্ব সেবাগুন কীর্তন দাও শক্তি।
কেউ রবে না চির দিন চিরস্হায়ী হয়ে ধরা তলে
অনেকে গেছে চলে আমার যাব চলে লোকে বলে
অংহকার বাহাদুরি করার নেই কারবার মিথ্যে মায়া
স্রষ্টা্ই রব নেই ভুল ওয়াদা করিব পুনরায় প্রত্যাবর্তন ।
জামাল উদ্দিন জীবন
আল্লাহ্ তুমি ভবে মহিয়ান
গুনাহগার গাই তার গুনগান
তোমার করুণায় ত্রিভুবনে
কল্যাণ বহে সুন্দর বসুধায়।
আমরা সবাই তোমার গোলাম
তুমি হও প্রভু রহিম চির মহিয়ান
সৃষ্টি জগত সুন্দর করিয়া মাওলা
সৃজন করো তোমার মনের মতন।
তোমারই নামের তাসবি জপি ওহে
অধম আমি দিবা রাতি তোমার তরে
আমার চাওয়া নতশিরে নোয়াই মাথা
আল্লাহ্ তুমি হও মহিয়ান কেমনে গাইবো।
আমি নরাধম তোমার গুনগান দাও বলি
সৃষ্টির সেরা করে পাঠালে তুমি এই ধরায়
এমন কি কর্ম করিব তোমারে রাখতে খুশি
আমি তোমার চরণ সেবি পূজা গ্রহন কর।
প্রেমের দেবতা হও তুমি পূজারি হইতো আমি
তাজা ফুলে সাজাই ঢালি তোমার পূজা দিব বলি
আমরা মনে বড় আশা পাইতে তোমার ভালোবাসা
আমার হৃদয় মাঝে করে আসন গাই শুধু গুনগান।
অতুলনীয় জগত স্বামী দিও ঠাঁই পদতলে
তোমারে দেখিবার লাগি হয়ে আছি ব্যাকুল
ধরণীর বুকে তুমি হও সৃষ্টির মূল আদি অন্ত
ক্ষুদ্র সৃষ্টি আমি মাঙ্গি সাহায্য তোমার দরবারে।
অপরাধী বলে দিও না ফিরিয়ে রহমত হতে
তোমার করুণা জগতে হয়না কোন তুলনা
অসীম রহমত দাওগো ডালি জগতের বুকে
আজ বড় বিপদে পরে ডাকি তোমারে বান্দায়।
মার্জনা কর মোদের গুনাহ তোমার দয়ারি তরে
মহামারি আযাব দিয়োনা এই জগতের মাঝে
আপন হাতে বড় যত্ন করি বিধি গড়িয়াছো ভুবন
করতে তোমার দাসত্ব সেবাগুন কীর্তন দাও শক্তি।
কেউ রবে না চির দিন চিরস্হায়ী হয়ে ধরা তলে
অনেকে গেছে চলে আমার যাব চলে লোকে বলে
অংহকার বাহাদুরি করার নেই কারবার মিথ্যে মায়া
স্রষ্টা্ই রব নেই ভুল ওয়াদা করিব পুনরায় প্রত্যাবর্তন ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৯/১২/২০২১খুব সুন্দর।
-
বোরহানুল ইসলাম লিটন ১৫/১১/২০২১আত্মনিবেদনে সুন্দর প্রয়াস।
-
ফয়জুল মহী ১৪/১১/২০২১Excellent
-
Md. Rayhan Kazi ১৪/১১/২০২১অনন্য লেখনশৈলী
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৪/১১/২০২১beautiful
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৪/১১/২০২১দারুণ