স্বাধীন তুমি
স্বাধীন তুমি
জামাল উদ্দিন জীবন
জীবনে বিশ্বাসের তরী যায় যদি ভেসে
ভালোবাসার ঘর যায় যদি অতলে ডুবে
নতুন করে গড়ে নিব পালতোলা নৌকায়
নতুন করে স্বপ্নের বাসর সাজাবো জগতে।
জগত নামের ইস্টিসনে হারাতে নয় জয়ী
জীবন প্রদীপ জ্বালাতে বারে বারে আসিগো
ফিরে তোমার হিয়ার মাঝে গড়া স্বপ্নের ভুবনে
সাথী হবে তুমি দিয়ে কথা মিথ্যে মোহ মায়ায়।
রেখে দিলে আঁখি যুগল আঁধারের মাঝে ঢাকা
তুমি ভেবেছো ছলনার অভিনয়ে হারাবো সবি
সহজ নয় আঘাতে আঘাতে শক্ত পাথর লৌহ
আকৃতি ধারণ করেছি চাইলে রুপগত পরিবর্তন।
হবে হয়তো আকৃতি ধাতবের রঙ রুপ গন্ধ বর্ণের
সংমিশ্রণ আছে যথাস্থানে বদলে গেছে ঠিকানাটা
ভিন্ন গ্রহের মানুষের সাথে পথচলাটা আমার না
সমগ্র সুখের আসায় নতুন দিগন্তে আজ জয় যাত্রা।
ভেবো না পিছু ডেকে সঙ্গী হতে চাই আগ বাড়িয়ে?
মুক্ত স্বাধীন হৃদয়ের বন্ধন খুলে দিলাম আপন হাতে
হস্তে সাজাও নিজের পৃথীবি রঙ্গিন করে মনের মতন
ভুলে যেয়ো আমাকে মনে হলে ছিলাম কখনও আপন।
নীড়টা গড়েছি যত্ন করে হাজারো বছর বসতি গড়বো
প্রিয় মানুষকে পাশে নিয়ে চলবো অনেটা পথ আনন্দে
সুখের সমুদ্র নীল বিষে বিষাক্ত এখন কোন অভিশাপে
শূন্যতা সবর্দা ঘিরে থাকে একলা পথে হয়ে আছি মত্ত।
জামাল উদ্দিন জীবন
জীবনে বিশ্বাসের তরী যায় যদি ভেসে
ভালোবাসার ঘর যায় যদি অতলে ডুবে
নতুন করে গড়ে নিব পালতোলা নৌকায়
নতুন করে স্বপ্নের বাসর সাজাবো জগতে।
জগত নামের ইস্টিসনে হারাতে নয় জয়ী
জীবন প্রদীপ জ্বালাতে বারে বারে আসিগো
ফিরে তোমার হিয়ার মাঝে গড়া স্বপ্নের ভুবনে
সাথী হবে তুমি দিয়ে কথা মিথ্যে মোহ মায়ায়।
রেখে দিলে আঁখি যুগল আঁধারের মাঝে ঢাকা
তুমি ভেবেছো ছলনার অভিনয়ে হারাবো সবি
সহজ নয় আঘাতে আঘাতে শক্ত পাথর লৌহ
আকৃতি ধারণ করেছি চাইলে রুপগত পরিবর্তন।
হবে হয়তো আকৃতি ধাতবের রঙ রুপ গন্ধ বর্ণের
সংমিশ্রণ আছে যথাস্থানে বদলে গেছে ঠিকানাটা
ভিন্ন গ্রহের মানুষের সাথে পথচলাটা আমার না
সমগ্র সুখের আসায় নতুন দিগন্তে আজ জয় যাত্রা।
ভেবো না পিছু ডেকে সঙ্গী হতে চাই আগ বাড়িয়ে?
মুক্ত স্বাধীন হৃদয়ের বন্ধন খুলে দিলাম আপন হাতে
হস্তে সাজাও নিজের পৃথীবি রঙ্গিন করে মনের মতন
ভুলে যেয়ো আমাকে মনে হলে ছিলাম কখনও আপন।
নীড়টা গড়েছি যত্ন করে হাজারো বছর বসতি গড়বো
প্রিয় মানুষকে পাশে নিয়ে চলবো অনেটা পথ আনন্দে
সুখের সমুদ্র নীল বিষে বিষাক্ত এখন কোন অভিশাপে
শূন্যতা সবর্দা ঘিরে থাকে একলা পথে হয়ে আছি মত্ত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১০/১২/২০২১নতুন কিছুর ভাবনা।
-
চিন্ময় বসু ১৬/১১/২০২১ভালো
-
ফয়জুল মহী ১০/১১/২০২১চমৎকার ভাবনার প্রকাশ
-
মাহতাব বাঙ্গালী ১০/১১/২০২১জীবনের স্বাধীনতা নিয়ে সুন্দর অভিপ্রকাশ; পাঠে ভালো লাগলো
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১০/১১/২০২১দারুণ!