www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আত্ম সমর্পণ

আত্ম সমর্পণ
জামাল উদ্দিন জীবন

হেন অপরাধ নাই ভবে করেছি বসে দিবস জমি
কাঠগড়ায় দাঁড়ায় আসামী মন মত সাজা দিয়ো
পাপী তাপী গুনাগার বান্দায় তোমার রহমত চায়?
তুমি বিনে আমার নেই কেহ ওগো জগত স্বামী।

পেয়ে সাধের মানব জনম ভেবেছি সকল আপন
ভুলে গেয়েছি ফিরতে হবে তোমার তরে আবার
জগত মাঝে এসে রঙ্গ রসে হেসে খেলাই দেখি
সময় হয়েছে পার আমি যাইনি পুণ্যের ধার পার।

মোহ মায়ার ঘোর কেটে গেছে দেখি শুধু অন্ধকার
যাদের ভেবেছি আপন সকলে দেখি করেছে পর
আহারে স্বজন স্বার্থের টানে আপন কেন হয় এমন?
জগতের নিয়ম নীতি যার আছে কত টাই সুখ্যাতি।

ভুলে গেলে তারে তাকাওনি ফিরে একবার পানে
শূন্য হাতে নিয়েছি বিদায় সকলে এই সুন্দর ভুবনে
জগতে হউক না যত নামি দামি রাজা আর জমিদার
সাদা কাফন সাড়ে তিন হাত মাটিই সঙ্গী হবে তার।

নাই পাড়ের সম্বল হারিয়ে ধন আমি নরাধম কান্দি
নিজের ভুলে সকল হারিয়ে নদীর কূলে ঘর বান্দি
স্মরণ করি আজ ঘোর বিপদে তুমি বিনে কে তড়াবে
অধম জীবনেরে লইয়ো পাড়ে যদি তোমার দয়া হয়।
রচনা কাল : ০৭।১১।২০২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ০৮/১১/২০২১
    চমৎকার অনুভূতিতে

    দোয়া সর্বক্ষণ।
  • অভিজিৎ হালদার ০৮/১১/২০২১
    সুন্দর অনুভূতি
 
Quantcast