www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

করো ক্ষমা

করো ক্ষমা
জামাল উদ্দিন জীবন

প্রখর রোদ অবরুদ্ধ সকল গৃহ দ্বার
পেটের ক্ষুধায় নাড়িভুঁড়ি বের হবে
বুঝতে পারো কি যন্ত্রণা বুকে বয়
চাইতে পারিনা অন্ন মুখে লাজ।

তোমাদের মত নয়তো মোদের সাজ
খোদার দুনিয়ায় সকলই মানুষ
ভেদাভেদ কেন কর গরীব বলে?
কাজ নেই খাবার নেই মরেছে মানবতা।

বিধি তুমিও কি পালন করো নীরবতা?
তোমার সৃষ্টি জগতের মাঝে সকলে
অকালে মৃত্যু দিয়ে নিবে নাকি তুলে?
পাপী বান্দার অবস্থান করি মিনতি।

দাওগো মোদের আজ জ্ঞান বুদ্ধি সুমতি
হে মেহেরবান রহিম রহমান কত নামে ডাকি
করো ক্ষমা ধরায় করুনার দান করো বহমান
বিপদে পরে ডাকি বারে বার আজ তোমারে।

তুমি দয়া করো পাপী নবীর উম্মতের তরে
রব তোমার বান্দা ফিরে এসে সিজদা করে
দয়াময় তুমি রহমত দাওগো তোমার গুনগান
মুখে বিপথে করি পদচারণা বার বার যাব না।

ভুল পথে তুমি ছাড়া নেই কোন মাবুদ এলাহি
মার্জনা করো করুনা পরোয়ার দিগার বসুধায়
তুমি ছাড়া নেই কোন পরাক্রমশালী শক্তি দুনিয়ার
আমরা আজ তোমার তরে আসি ফিরে ভুলের জন্য।

তোমার কথার ব্যতিক্রম নেই কোন ভুল ওয়াদায়
আজ সকল সৃষ্টি নত শিরে তোমারি করুনা চায়
করি প্রার্থনা সর্বদা ঘোষণা দিয়েছো কোরআনে দিবে
শান্তি করিবে ক্ষমা ফিরে আসলে প্রভু তোমার তরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অভিজিৎ হালদার ০৩/১১/২০২১
    ভালো
  • চমৎকার কবি দা
 
Quantcast