www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নীল সীমানা

নীল সীমানা
জামাল উদ্দিন জীবন

পৃথিবী তোমার মাঝে বিচরণের
এখন শেষ সীমানায় অবস্থান
জগতে চাওয়ার পরিধিটা বিশাল
প্রাপ্তির খাতায় শূন্য ছাড়া কিছুই মিলেনি।

আশা নিরাশার দোদুল্যমান ভেলায়
অজানা পথে একাই চলতে হয়
স্বপ্ন ভরা আঁখি যুগল আধারে
ঢেকেছি স্বপ্ন ভাঙ্গার কারণে।

সাধারণ মানুষ সাদামাটা প্রত্যাশা
অসাধারণ নই বলেই পূর্ণতা পায়নি
সত্যের বাসভূমিতে মিথ্যার জন্ম গ্রহন
অকপটে অবলীলায় খেলা চলে।

দিবা রাত্রি হরহামেশা এখানে
অসৎ লোকের ভিড়ে সৎ লোকের
প্রস্হান নিত্য সঙ্গী জগত মাঝে
আসা যাওয়ার মিছিলে গন্তব্য হীন।

ওগো পথ চলাটা স্থবির নীল সীমানায়
দরিয়ায় ঢেউ উঠেছে তুফানের আগমন
বাঁচবো না মরবো যতক্ষণ বেঁচে আছি
ততোক্ষণ লড়বো যুদ্ধটা কেবল শুরু।

ভাঙ্গা গড়ার খেলা অবিরত চলছে চলবে
ভয় নেই অথৈই সাগরে ভেসে বেড়াই
কূলের আশায় অকূলে দেই ভুল পথে
পাড়ি কাণ্ডারি যাত্রায় কভু পিছু হাটে না।

আজ পালা বদল নিয়তির কাছে সপিনি
আরেক জনম চাই না এক জনমে জয়ী
নীল জলে ভেসে বেড়াই হারলে তুমিই
আমাকে নিদারুণ যন্ত্রণার করুন কান্না।

আছড়ে পরে বুকের জমিনে শূন্যতায় ঘেরা
তোমার হিয়ার মাঝে আঁকা ছবি ঝাপসা
দিন দিন খয়ে গেছে বৃথা চেষ্টা আঁকড়ে ধরার
ভুল সেটা পাশে পেয়ে অযত্নে অবহেলা করে।

সুখের আশায় ছেড়ে গেলে কেন ফিরে আসো
জীবনের অন্তিম লগ্নে পাবার মিথ্যে স্বপ্ন নিয়ে
প্রমত্তা ঢেউ বুকে নিয়ে সাগরে ভেসে বেড়াই
নীল জলে বেদনার নীল সীমানায় বসুধায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ ভালো লাগলো কবিতাটি।
  • ফয়জুল মহী ০২/১১/২০২১
    সুন্দর প্রকাশ।
  • অভিজিৎ হালদার ০২/১১/২০২১
    সুন্দর অনুভূতির ভাবনা।
  • চমৎকার অনুভূতির ছোঁয়া
 
Quantcast