ফেলে আসা অতীত স্মৃতি
ফেলে আসা অতীত স্মৃতি ফিরে এসো মোহনায় কাব্য গ্রন্থ হতে (২০২০)
- জামাল উদ্দিন জীবন
ফেলে আসা অতীত স্মৃতি
মনের আকাশ বেদনার
নীল রঙ আজ করছে খেলা
মিষ্টি রৌদ্র করে না লুকোচুরি
এবার আঁখি জলে বৃষ্টি হবে।
মনের মেঘগুলো ভেসে বেড়ায়
বুকের জমিনে পরে না পলি
ফুটেছে নানা বর্ণের ফুলকলি
আসে না ভোমর অলিকুল।
মধু সংগ্রহে হয় না ব্যকুল
আমি বলছি অতীত স্মৃতিকথা
বড় বেশি মনে পড়ে ফেলে আসা
দিনগুলি মধুর স্মৃতি বিজড়িত।
শাপলা শালুক ঢ্যাপ কুড়াতাম
নদীর বুকে হারিয়ে মাছ ধরা
ডাহুক পানকৌড়ি বালিহাঁসের
মাতামাতিতে আমার ছুটে চলা।
- জামাল উদ্দিন জীবন
ফেলে আসা অতীত স্মৃতি
মনের আকাশ বেদনার
নীল রঙ আজ করছে খেলা
মিষ্টি রৌদ্র করে না লুকোচুরি
এবার আঁখি জলে বৃষ্টি হবে।
মনের মেঘগুলো ভেসে বেড়ায়
বুকের জমিনে পরে না পলি
ফুটেছে নানা বর্ণের ফুলকলি
আসে না ভোমর অলিকুল।
মধু সংগ্রহে হয় না ব্যকুল
আমি বলছি অতীত স্মৃতিকথা
বড় বেশি মনে পড়ে ফেলে আসা
দিনগুলি মধুর স্মৃতি বিজড়িত।
শাপলা শালুক ঢ্যাপ কুড়াতাম
নদীর বুকে হারিয়ে মাছ ধরা
ডাহুক পানকৌড়ি বালিহাঁসের
মাতামাতিতে আমার ছুটে চলা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহতাব বাঙ্গালী ০১/১১/২০২১স্মৃতিতে অম্লান হোক এ পার্থিব জীবন
-
বোরহানুল ইসলাম লিটন ০১/১১/২০২১প্রাণ ও প্রকৃতির অপূর্ব সমন্বয়।
-
ফয়জুল মহী ৩১/১০/২০২১অসাধারণ প্রকাশ
-
অভিজিৎ হালদার ৩১/১০/২০২১ভালো লাগলো
-
সুব্রত ভৌমিক ৩১/১০/২০২১খুব সুন্দর, ভালো লাগলো।
শুভেচ্ছা রইল । -
আলমগীর সরকার লিটন ৩১/১০/২০২১চমৎকার অনুভূতির প্রকাশ কবি দা