প্রিয়জন
প্রিয়জন
জামাল উদ্দিন জীবন
চন্দ্র মুখি সে আমার প্রিয়জন সাথী জগতে
তোমায় করিতে আপন খুজি সারাটি ভূবন
কোথায় লুকাবে অজানায় আমায় একা করে
প্রিয়া আবার তো আসবেফিরে আমারী তরে।
আকাশ জুড়ে জ্বলছিল পূর্নিমার চাঁদের আলো
তোমায় তোমার কথা ভাবতে লাগছে বেশ
ভালো তারা ভরা রাতে তুমি ছিলে মোর সাথে
বন্ধু হয়ে এসে ছিলে আমার সাথে থাকবে বলে।
তোমার বন্ধু হয়ে এসেছি ভূল বুঝ না আমায়
আমায় একা করে দূরে সরে যেয়ো না কভু তুমি
আপনজন আর বন্ধু হারানোর বেদনা যে কি?
কোনদিনও তা বুঝতে পারবেনা তুমিতো হারাওনি।
সুন্দর পৃথিবীতে একটু একটু করে হারাচ্ছি
হারানোর মাঝে নতুন করে তোমাকে পেলাম
প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি জানো না
তোমার আমার মিতালী আর পরিচয় হলো।
কেন জানি তোমায় আপন করে নিলাম
অনেক বেশি বিশ্বাস করে ফেলেছি তোমায়
জীবনের না বলা কিছু কথা তোমায় বলেছি
দুচোখে স্বপ্ন একে দিয়ে কেন চলে যাবে তুমি।
জামাল উদ্দিন জীবন
চন্দ্র মুখি সে আমার প্রিয়জন সাথী জগতে
তোমায় করিতে আপন খুজি সারাটি ভূবন
কোথায় লুকাবে অজানায় আমায় একা করে
প্রিয়া আবার তো আসবেফিরে আমারী তরে।
আকাশ জুড়ে জ্বলছিল পূর্নিমার চাঁদের আলো
তোমায় তোমার কথা ভাবতে লাগছে বেশ
ভালো তারা ভরা রাতে তুমি ছিলে মোর সাথে
বন্ধু হয়ে এসে ছিলে আমার সাথে থাকবে বলে।
তোমার বন্ধু হয়ে এসেছি ভূল বুঝ না আমায়
আমায় একা করে দূরে সরে যেয়ো না কভু তুমি
আপনজন আর বন্ধু হারানোর বেদনা যে কি?
কোনদিনও তা বুঝতে পারবেনা তুমিতো হারাওনি।
সুন্দর পৃথিবীতে একটু একটু করে হারাচ্ছি
হারানোর মাঝে নতুন করে তোমাকে পেলাম
প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি জানো না
তোমার আমার মিতালী আর পরিচয় হলো।
কেন জানি তোমায় আপন করে নিলাম
অনেক বেশি বিশ্বাস করে ফেলেছি তোমায়
জীবনের না বলা কিছু কথা তোমায় বলেছি
দুচোখে স্বপ্ন একে দিয়ে কেন চলে যাবে তুমি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৮/১০/২০২১মনোমুগ্ধকর কাব্য ।
-
সাইয়িদ রফিকুল হক ২৮/১০/২০২১ভালো।
-
অভিজিৎ হালদার ২৮/১০/২০২১সুন্দর অনুভূতির হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর ভাবনার অবতারণা।
-
মোঃ নাজাতুল হক চৌধুরী ২৮/১০/২০২১সুন্দর
-
শ.ম. শহীদ ২৮/১০/২০২১হৃদয় ছোঁয়া অসামান্য কাব্যকথায় মুগ্ধ হলাম!
সম্মানিত কবিকে সালাম ও শুভেচ্ছা জানাই।