তোমা হতে আমি ভিন্ন
তোমা হতে আমি ভিন্ন
জামাল উদ্দিন জীবন
তোমা হতে আমি ভিন্ন গ্রহে
করি আজ বসবাস একাকী
জীবনের চারিপাশে দেবে দেখা কি?
হৃদয়ের বন্ধন মন উচাটন রয়।
কে বলে আপন আমি পর হতে হয়
বয়ে চলা নদী বনে ফুটে ফুল অবিরত
হৃদ মন্দিরে মনেরী ঘরে হয়েছে কিছু ক্ষত
আবার কি হবে দেখা জীবন নদীর মোহনায়।
বুকের সমতটে আজ সর্বত্র ব্যথার চর জেগে রয়
কতটা পথ চলেছি একসাথে আজ মনে পড়েতা
নৌকা চড়া নদীর মাঝে হারিয়ে যাওয়ার কথা
দুকুলে ছলাত ছলাত প্রবাহমান স্রোতের ধারা।
তুমি শক্ত হাতে ধরে হস্ত কেমনে রব তুমি ছাড়া
স্বপ্ন বিভোর দুজনাতে হয়ে গেলে তুমি আজ ভিন্ন
আমার জগতটা আমার মতো আছে নিয়ে অনন্য
পাখিদের কলরব বাতায়ন ঘেরা স্মৃতির উদ্যানে।
আকুল করে ডাকে ব্যাকুল হয়ে কাছে পেতে আলিঙ্গনে
ভালোবসার পরশ মাখা মুখ খানি আজ পড়ে কভু না মনে
স্মৃতির অনলে পুড়ছে দেহ মন সত্তার চারিধার ক্ষনে ক্ষনে
ছাই হয়েছে সকলি দুঃসহ জীবনে আছে দুর্দশা আর হতাশা।
বাঁচার একটু আশা তুমি কি দিতে পার মোর জীবন জুড়ে।
জামাল উদ্দিন জীবন
তোমা হতে আমি ভিন্ন গ্রহে
করি আজ বসবাস একাকী
জীবনের চারিপাশে দেবে দেখা কি?
হৃদয়ের বন্ধন মন উচাটন রয়।
কে বলে আপন আমি পর হতে হয়
বয়ে চলা নদী বনে ফুটে ফুল অবিরত
হৃদ মন্দিরে মনেরী ঘরে হয়েছে কিছু ক্ষত
আবার কি হবে দেখা জীবন নদীর মোহনায়।
বুকের সমতটে আজ সর্বত্র ব্যথার চর জেগে রয়
কতটা পথ চলেছি একসাথে আজ মনে পড়েতা
নৌকা চড়া নদীর মাঝে হারিয়ে যাওয়ার কথা
দুকুলে ছলাত ছলাত প্রবাহমান স্রোতের ধারা।
তুমি শক্ত হাতে ধরে হস্ত কেমনে রব তুমি ছাড়া
স্বপ্ন বিভোর দুজনাতে হয়ে গেলে তুমি আজ ভিন্ন
আমার জগতটা আমার মতো আছে নিয়ে অনন্য
পাখিদের কলরব বাতায়ন ঘেরা স্মৃতির উদ্যানে।
আকুল করে ডাকে ব্যাকুল হয়ে কাছে পেতে আলিঙ্গনে
ভালোবসার পরশ মাখা মুখ খানি আজ পড়ে কভু না মনে
স্মৃতির অনলে পুড়ছে দেহ মন সত্তার চারিধার ক্ষনে ক্ষনে
ছাই হয়েছে সকলি দুঃসহ জীবনে আছে দুর্দশা আর হতাশা।
বাঁচার একটু আশা তুমি কি দিতে পার মোর জীবন জুড়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহতাব বাঙ্গালী ২৭/১০/২০২১ভালোই লিখেছেন । বেশ উপভোগ্য
-
ফয়জুল মহী ২৬/১০/২০২১Good
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৬/১০/২০২১দারুণ