বিশ্বাসী প্রিয়তমা আমার
বিশ্বাসী প্রিয়তমা আমার
জামাল উদ্দিন জীবন
বিশ্বাসী প্রিয়তমা আমার তোমার
নীরব সুখের ছোঁয়া আমার জীবন
তোমার সুখে সুখী হতে চাই ভুবনে
কষ্টগুলি সুখ ভেবে বুকে চেপে রাখি।
সেটাই অপরাধ তোমাকে ভালোবাসা
বারে বারে হারাই অজানা না ফেরার দেশে
নিবিড় পথ চলার সাথী তোমার জীবনে
কেন তুমি বুঝো না সে না বলা কথা?
তুমি কি জানো ভালোবাসা কি?
মূল্য কত হারানোর বেদনা কি?
জানো না বুঝো না তুমি হারাওনি
হৃদয়ে কি সের না পাওয়ার যন্ত্রনা।
কতটা তীব্রতর হয় মানব জীবনে।
তুমি সুখ বিলাসী অন্যের প্রিয়তমা
হারানোর বেদনা না পাওয়ার যন্ত্রনা
মনের যাতনা হৃদয় ভাঙ্গা কান্নার।
করুন আতর্নাদ ব্যাকুলতা তোমার নয়
সবর্ময় সুখের অধিকারিনী আনন্দ চিত্ত
মানুষ তোমায় কি এসব চিন্তা করা মানায়
বেদনার রঙ নীল অশ্রুশিক্ত জল লবনাক্ত।
হৃদয় ভাঙ্গা নীরব কান্নার স্বাদ কি তুমি জানো?
না জানো না কখনও জানতে চাওনি জগত মাঝে
তোমাকে অন্ধের মত ভালোবাসে বিশ্বাসের ঘরে
আমার হৃদয় পুড়ে যায় সুখর বসর হয় অন্যের সাথে।
জামাল উদ্দিন জীবন
বিশ্বাসী প্রিয়তমা আমার তোমার
নীরব সুখের ছোঁয়া আমার জীবন
তোমার সুখে সুখী হতে চাই ভুবনে
কষ্টগুলি সুখ ভেবে বুকে চেপে রাখি।
সেটাই অপরাধ তোমাকে ভালোবাসা
বারে বারে হারাই অজানা না ফেরার দেশে
নিবিড় পথ চলার সাথী তোমার জীবনে
কেন তুমি বুঝো না সে না বলা কথা?
তুমি কি জানো ভালোবাসা কি?
মূল্য কত হারানোর বেদনা কি?
জানো না বুঝো না তুমি হারাওনি
হৃদয়ে কি সের না পাওয়ার যন্ত্রনা।
কতটা তীব্রতর হয় মানব জীবনে।
তুমি সুখ বিলাসী অন্যের প্রিয়তমা
হারানোর বেদনা না পাওয়ার যন্ত্রনা
মনের যাতনা হৃদয় ভাঙ্গা কান্নার।
করুন আতর্নাদ ব্যাকুলতা তোমার নয়
সবর্ময় সুখের অধিকারিনী আনন্দ চিত্ত
মানুষ তোমায় কি এসব চিন্তা করা মানায়
বেদনার রঙ নীল অশ্রুশিক্ত জল লবনাক্ত।
হৃদয় ভাঙ্গা নীরব কান্নার স্বাদ কি তুমি জানো?
না জানো না কখনও জানতে চাওনি জগত মাঝে
তোমাকে অন্ধের মত ভালোবাসে বিশ্বাসের ঘরে
আমার হৃদয় পুড়ে যায় সুখর বসর হয় অন্যের সাথে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৫/১০/২০২১প্রেমের দুরন্ত বাসনা।
-
ফয়জুল মহী ২১/১০/২০২১Excellent
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২১/১০/২০২১বেশ!