শেষ বিদায়
শেষ বিদায়
জামাল উদ্দিন জীবন
অনেকটা বিরক্ত হয়তো করেছি তোমাকে
কেন? কি কারন ছিল সেটা তোমার জানা
সে প্রসঙ্গে নয় আর নাই কিছুই বললাম
সুখে আছ সুখে থেকো তুমি ধরনী ময়।
আমার চলার পথতো শেষ সীমানায় ছিল
একটু আগে না হয় থেমে গেলাম ক্ষতি কি?
আমাকে আজ আর কেউ ফিরাতে পারবে না
ভুবনে তোমার সাথে আর দেখা হবে না।
অন্য কেউ হউক তোমার জীবন চলার সাথী
নিদারুন অভিনয়টা করলে প্রেমের খেলায়
আমি শুধু আমি থাকবো না তোমার সাথেে
এবার না হয় জানিয়ে দিলে শেষ বিদায়।
জামাল উদ্দিন জীবন
অনেকটা বিরক্ত হয়তো করেছি তোমাকে
কেন? কি কারন ছিল সেটা তোমার জানা
সে প্রসঙ্গে নয় আর নাই কিছুই বললাম
সুখে আছ সুখে থেকো তুমি ধরনী ময়।
আমার চলার পথতো শেষ সীমানায় ছিল
একটু আগে না হয় থেমে গেলাম ক্ষতি কি?
আমাকে আজ আর কেউ ফিরাতে পারবে না
ভুবনে তোমার সাথে আর দেখা হবে না।
অন্য কেউ হউক তোমার জীবন চলার সাথী
নিদারুন অভিনয়টা করলে প্রেমের খেলায়
আমি শুধু আমি থাকবো না তোমার সাথেে
এবার না হয় জানিয়ে দিলে শেষ বিদায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৮/১০/২০২১সুষমামণ্ডিত কথামালায় অনিন্দ্যরূপ লেখা
-
সুব্রত ভৌমিক ১৮/১০/২০২১আবেগময় কবিতা।
ভালো লিখেছেন কবি।
শুভেচ্ছা রইল; -
শ.ম. শহীদ ১৮/১০/২০২১অসামান্য।
আবেগের সবটুকু ঢেলে সাজানো (চিরন্তন) কাব্য। -
অভিজিৎ হালদার ১৮/১০/২০২১ভালো অনুভব
-
এ বি এস তুষার ১৮/১০/২০২১অসাধারণ।
-
ন্যান্সি দেওয়ান ১৮/১০/২০২১Bah