www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভাষার জন্য দিলে প্রাণ

ভাষার জন্য দিলে প্রাণ
জামাল উদ্দিন জীবন

মাতৃ ভাষাকে বাঁচাতে গিয়ে যারা হারিয়েছিল নিজের প্রাণ
আমি আজ বিনম্র শ্রদ্ধায় স্বমহিমায় গেয়ে যাই ভাইদের গান
বীর বাঙালীর ভাষা আন্দোলন সে তো কোনও কাহিনী নয়
সারা বিশ্ব আজ এক হয়ে গাইছে বাংলা ভাষার জন্য গান।

মাতৃ ভাষার মান রাখিতে সালাম , বরকত,রফিক ,জব্বার,সফিক
দিয়ে গেল বুকের তাজা রক্ত ঢেলে নিজেদের আপন তাজা প্রাণ
ওগো বাংলা মায়ের বীর সন্তান তোমাদের কোন তুলনা তো নাই
অতুলনীয় স্মরনীয় বরনীয় তোমরা তোমাদের এই আত্নবলিদান।

মোদের মাতৃ ভাষাকে চির দিনের মত মুছে দিতে চেয়েছিল বিদেশী
বেঈমান রাজাকার দেশদ্রোহী হায়েনা মুসলিমরুপী কিছু জানোয়ার
মায়ের মুখে যে ভাষা শিখেছি মোরা যার কোন তুলনা হয় না অতুলনীয়
পলাশ আর কৃষ্ণচূড়া ঢেলে সাজালো নতুন রঙ বর্ণ মালার রঙে লাল।

হারালো কত শত তাজা প্রাণ বুকের রক্তে লিখলো গান ভাষার জন্য তারা
১৯৫২ সনের রক্তক্ষয়ী মর্মান্তিক সেই ২১শে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে
পারি আমার ভাইয়ের বুকের রক্তে রঞ্জিত রাজ পথ মাঠ ঘাট প্রান্তর ভূমি
গর্বের সাথে চির দিন গেয়ে যাব বাংলা ভাষার জয়গান যত দিন এ দেহে ।

আছে প্রাণ,কীর্তি ততো দিন রবে পদ্মা মেঘনা যমুনা গঙ্গা বাংলাতেই বহমান
উঁচু রাখবো মোরা মাতৃভাষার সম্মান ভাষাকে ভালোবেসে হয়ে গেলে মহিয়ান
স্বগৌরবে বলি বঙ্গবাসী আমি বাংলাকে ভালোবাসি বাংলাই আমার মন প্রাণ
দুআঁখিতে আজো বহমান রক্ত নদীর স্রোত ধারা ভাষার জন্য দিয়ে গেলে প্রাণ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/১০/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ১৭/১০/২০২১
    সুন্দর লেখা
  • সুব্রত ভৌমিক ১৭/১০/২০২১
    শহীদদের জানাই সেলাম।
    ভালো লিখেছেন কবিতা শ্রদ্ধায়।
    শুভেচ্ছা রইল।
  • ভালবাসা রইলো।
 
Quantcast