আবার এলো পহেলা বৈশাখ
আবার এলো পহেলা বৈশাখ
জামাল উদ্দিন জীবন
বছর ঘুরে আবার এলো পহেলা বৈশাখ
নাচে গানে আনন্দে দিনটি কেটে যাক
আজ প্রভাতে বাজলো নতুন সুরে বাঁশি
আত্মভোলা মন রঙে রঙ্গীন হয় উদাসি।
নতুন সাজে কিশোর রমনীরা সাজে
নতু সুর দোলা দিয়ে প্রাণেতে বাজে
পান্তা ইলিশ খেয়ে রমনার বটমুলে
মন আনন্দে বাজায় ঢুলি ঢোল ঢাক।
মিষ্টি মন্ডা খেয়ে সুখে সবাই বাড়ি যাক
হাল খাতায় পুরাতন হিসাব দিলো ছাড়ি
ইংরেজিকে জানিয়ে দিতে হয় বিদায়
বাংলায় তারিখ গননা শুরু করতে হয়।
প্রাণে প্রাণে আনন্দে মুখরিত দিন
নাচে হাসি খুশি তাধিন তাধিন
প্রখর খরা বিদায় নিলো একেবারে
আষাঢ় শ্রাবনের কালো ঘন ঘটায়।
চারিদিকে বৈশাখি হাওয়া বয়ে যায়
সজীবতা পেলো প্রকৃতি বৃষ্টির ছোঁয়ায়
পুরাতন জরা জীর্ণতা সব হয়ে বিদায়
মাঝি মাল্লা নৌকা ছেড়ে পাড়ে দাড়ায়।
ক্লান্ত শ্রান্ত পথিকরা ফিরবে ডাক দেয়
মাঠে ঘাটে ধেনুগুলি হাম্বা হাম্বা কয়
কৃষক প্রাণের টানে জমি ছেড়ে পালায়
কাল বৈশাখির সরুপ চিত্র গ্রাম বাংলায়।
জামাল উদ্দিন জীবন
বছর ঘুরে আবার এলো পহেলা বৈশাখ
নাচে গানে আনন্দে দিনটি কেটে যাক
আজ প্রভাতে বাজলো নতুন সুরে বাঁশি
আত্মভোলা মন রঙে রঙ্গীন হয় উদাসি।
নতুন সাজে কিশোর রমনীরা সাজে
নতু সুর দোলা দিয়ে প্রাণেতে বাজে
পান্তা ইলিশ খেয়ে রমনার বটমুলে
মন আনন্দে বাজায় ঢুলি ঢোল ঢাক।
মিষ্টি মন্ডা খেয়ে সুখে সবাই বাড়ি যাক
হাল খাতায় পুরাতন হিসাব দিলো ছাড়ি
ইংরেজিকে জানিয়ে দিতে হয় বিদায়
বাংলায় তারিখ গননা শুরু করতে হয়।
প্রাণে প্রাণে আনন্দে মুখরিত দিন
নাচে হাসি খুশি তাধিন তাধিন
প্রখর খরা বিদায় নিলো একেবারে
আষাঢ় শ্রাবনের কালো ঘন ঘটায়।
চারিদিকে বৈশাখি হাওয়া বয়ে যায়
সজীবতা পেলো প্রকৃতি বৃষ্টির ছোঁয়ায়
পুরাতন জরা জীর্ণতা সব হয়ে বিদায়
মাঝি মাল্লা নৌকা ছেড়ে পাড়ে দাড়ায়।
ক্লান্ত শ্রান্ত পথিকরা ফিরবে ডাক দেয়
মাঠে ঘাটে ধেনুগুলি হাম্বা হাম্বা কয়
কৃষক প্রাণের টানে জমি ছেড়ে পালায়
কাল বৈশাখির সরুপ চিত্র গ্রাম বাংলায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৫/১০/২০২১অনুপম প্রকাশ,
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৫/১০/২০২১চমৎকার ! চমৎকার !
-
সুব্রত ভৌমিক ১০/১০/২০২১ভালো লাগলো।
শুভেচ্ছা রইল। -
এ আই রানা চৌধুরী ১০/১০/২০২১অসাধারণ ভাবধারার আত্মপ্রকাশ
-
জে এস এম অনিক ১০/১০/২০২১পাঠে ভালো লাগলো।