www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অপেক্ষা

অপেক্ষা......
জামাল উদ্দিন জীবন

কোন এক বাসন্তী সন্ধ্যায়
পড়ন্ত বেলায় ঘটে আগমন
আখি যুগল তৃষার্ত তার সনে
অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি।

আমি তব অনন্য তার ধ্যানে
আবার পাইতে দেখা অপেক্ষা
আমার এ প্রেম নগন্য তুচ্ছ সনে
একা পুষ্প মালা হাতে দাঁড়িয়ে।

তুমি করলে গ্রহন হব ধন্য
হৃদয়ের দর্পণে মুখটি দেখি
মনের মাঝেই করো বসবাস
আমায় ভালোবাসবে আজ।

বদন পানে সোনারং লাগে গায়ে
স্মৃতির প্রহলিকায় মন উছলায়
বড় ইচ্ছে করে তেপান্তরে হারাবো
দূর অজানায় সাথী হবে কথা দাও?

স্বপ্নের রাণী জীবন সঙ্গীনি মোর
ধরনীতে তোমার বুকে ঠিকানা
আমায় গ্রহণ করে পূর্ণতা দিবে
নাকি শূন্যে হাত ফিরিয়ে নিবে।

রিক্ত শূন্য কি দেবো তোমায়
বুকভরা ভালোবাসা টুকু নিও
বিনিময়ে হিয়ার মাঝে ঠাই দিও
তোমাকে ছুয়ে দিতে মন চায়?

বৃষ্টি ভেজা রাতে গীত বিনিময়ে
আলাপন দুজনায় জাগে শিহরণ
স্মৃতির শেখায় ভুবনে করো স্মরণ।
তুমি ভুলে গেলে হয় যেন মরণ।
রচনা কাল :০১.০৩.২০১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/১০/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ০৯/১০/২০২১
    দারুণ অনুভূতির নান্দনিক কবিতা I
  • বেশ লাগলো!
 
Quantcast