মাটির পিঞ্জরে
মাটির পিঞ্জরে
জামাল উদ্দিন জীবন
জীবনে যারে দাওনি কোন মালা
মরণে কেন আজ দিতে গেলে ফুল
তবে ভেঙ্গেছে কি অজানা সেই ভুল
আজ তোমা হতে বহু দূরে থাকি।
একাকী অবস্হান করি প্রবাসে
দিবসে না খুঁজে খুঁজো নিশিতে
প্রেমের সকল মুকুল ঝরে গেছে
গাঁথা আছে শুকনো বকুলের মালা।
বুঝিনি ভুল মানুষকে ভালোবাসার ফল
নিদারুন জ্বালা তিলে তিলে পলে পলে
পুড়াবে আমায় স্বর্গ লাভ হবে না কভু
বাজে যন্ত্রনার প্রতিধ্বনি বুকের মাঝে।
বসত করো ধরনীতে মহা সুখে
গড়ে নীড় শত লোকের ভীড়
সুখের পরশ বুলায় না জীবনে
ভাঙ্গা গড়ার খেলা দেখি জগতে।
স্বপ্ন ঘেরা আঁখি বন্ধ শুধু দেখি
ডানা ঝাপটানো পাখিটার বুকে
দেখি নীল বিষের বেদনার তীর
স্নেহ ভালোবাসা কোথায় থাকে?
বড়ই পাতা গরম জলের সাথে
সোয়াইয়া মশারির তলে আমায়
শেষ গোসল করাই দেবে সকলে
রাখবে অন্ধকার মাটির পিঞ্জরে।
জামাল উদ্দিন জীবন
জীবনে যারে দাওনি কোন মালা
মরণে কেন আজ দিতে গেলে ফুল
তবে ভেঙ্গেছে কি অজানা সেই ভুল
আজ তোমা হতে বহু দূরে থাকি।
একাকী অবস্হান করি প্রবাসে
দিবসে না খুঁজে খুঁজো নিশিতে
প্রেমের সকল মুকুল ঝরে গেছে
গাঁথা আছে শুকনো বকুলের মালা।
বুঝিনি ভুল মানুষকে ভালোবাসার ফল
নিদারুন জ্বালা তিলে তিলে পলে পলে
পুড়াবে আমায় স্বর্গ লাভ হবে না কভু
বাজে যন্ত্রনার প্রতিধ্বনি বুকের মাঝে।
বসত করো ধরনীতে মহা সুখে
গড়ে নীড় শত লোকের ভীড়
সুখের পরশ বুলায় না জীবনে
ভাঙ্গা গড়ার খেলা দেখি জগতে।
স্বপ্ন ঘেরা আঁখি বন্ধ শুধু দেখি
ডানা ঝাপটানো পাখিটার বুকে
দেখি নীল বিষের বেদনার তীর
স্নেহ ভালোবাসা কোথায় থাকে?
বড়ই পাতা গরম জলের সাথে
সোয়াইয়া মশারির তলে আমায়
শেষ গোসল করাই দেবে সকলে
রাখবে অন্ধকার মাটির পিঞ্জরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৬/১০/২০২১সুন্দর!
-
ফয়জুল মহী ০৬/১০/২০২১খুব ভালো লাগলো।
চমৎকার -
সুব্রত ভৌমিক ০৬/১০/২০২১এটাই হয় প্রায় সবক্ষেত্রে।
জীবন থাকতে বলে শয়তান
পরপারে গেলেই ভগবান।
*******
ভালো লাগলো কবিতা।
শুভেচ্ছা রইলো। -
কবি অন্তর চন্দ্র ০৬/১০/২০২১বেশ চমৎকার লিখেছেন কবি মহাশয়।
♥️♥️♥️♥️♥️