অর্থ --
অর্থ --
জামাল উদ্দিন জীবন
অর্থ অহংকারে মানুষ ভুলছে আজ মানুষেরে
হারিয়েছে মানবতা হৃদয় মাঝে শুধু জাগে ব্যথা
গরীব দুঃখীর কথা কেউ ভাবে না জগতে হায়
বিত্ত বানের শত লীলাখেলা চলে বহু রূপে ধরায়।
রঙ্গের দুনিয়ার রঙ্গিন মানুষ করছে কত খেলা
গরীব দুঃখী অসহায় রা বড় হয় পেয়ে অবহেলা
অন্ন নেই বস্ত্র নেই ক্ষুধার জ্বালায় কান্না করে
দুধের শিশু ঘুমায় মায়ের বুকে বুঝে না কেউ।
দিবা নিশি আত্ম চিৎকার কর্ণ কূহরে পৌঁছে না
দুখিনী মাতা অসহায় পড়ে আছে দেখো বিধাতা
তোমার দুনিয়ায় কেউ কারো নয় মানবতার তরে
বলো কি জ্ঞানে সৃষ্টির শ্রেষ্ঠ করলে তুমি মানুষেরে।
চোখ থাকিতে অন্ধ কান থাকিতে বধির মূর্খতার ছবি
আঁখি পানে দৃষ্টি গোচর হয় সর্বদা ধিক তবে ভুবনে
কে বলেছে মহান তুমি অন্তর বুঝে নাই কারো ব্যথা
মনুষ্য রূপে জন্ম নিলে কি মানুষ তাকে লোকে কয়।
রঙের মানুষ উড়ায় ফানুস অপব্যয় করে দেখি অর্থ
কারো প্রয়োজন কারো ভোগ বিলাস নেই কোন শর্ত
স্বজন প্রীতি মায়া মমতা উঠে গেছে ধরা হতে আজ
সকল দেখি আঁখির সম্মুখে মোদের হয়না কোন লাজ।
মানুষ হইতে হলে জ্ঞান বুদ্ধি বিবেক তিন থাকতে হয়
কেউ দেখে শিখে কেউ ঠেকে শিখে শিক্ষার নাইগো শেষ
নীরবে নিভৃতে আছি মহা সুখে নাইত লাজ লজ্জার লেশ
ওরাও মানুষ ভালোবেসে সবার মত জড়াই সুখের আবেশ
জামাল উদ্দিন জীবন
অর্থ অহংকারে মানুষ ভুলছে আজ মানুষেরে
হারিয়েছে মানবতা হৃদয় মাঝে শুধু জাগে ব্যথা
গরীব দুঃখীর কথা কেউ ভাবে না জগতে হায়
বিত্ত বানের শত লীলাখেলা চলে বহু রূপে ধরায়।
রঙ্গের দুনিয়ার রঙ্গিন মানুষ করছে কত খেলা
গরীব দুঃখী অসহায় রা বড় হয় পেয়ে অবহেলা
অন্ন নেই বস্ত্র নেই ক্ষুধার জ্বালায় কান্না করে
দুধের শিশু ঘুমায় মায়ের বুকে বুঝে না কেউ।
দিবা নিশি আত্ম চিৎকার কর্ণ কূহরে পৌঁছে না
দুখিনী মাতা অসহায় পড়ে আছে দেখো বিধাতা
তোমার দুনিয়ায় কেউ কারো নয় মানবতার তরে
বলো কি জ্ঞানে সৃষ্টির শ্রেষ্ঠ করলে তুমি মানুষেরে।
চোখ থাকিতে অন্ধ কান থাকিতে বধির মূর্খতার ছবি
আঁখি পানে দৃষ্টি গোচর হয় সর্বদা ধিক তবে ভুবনে
কে বলেছে মহান তুমি অন্তর বুঝে নাই কারো ব্যথা
মনুষ্য রূপে জন্ম নিলে কি মানুষ তাকে লোকে কয়।
রঙের মানুষ উড়ায় ফানুস অপব্যয় করে দেখি অর্থ
কারো প্রয়োজন কারো ভোগ বিলাস নেই কোন শর্ত
স্বজন প্রীতি মায়া মমতা উঠে গেছে ধরা হতে আজ
সকল দেখি আঁখির সম্মুখে মোদের হয়না কোন লাজ।
মানুষ হইতে হলে জ্ঞান বুদ্ধি বিবেক তিন থাকতে হয়
কেউ দেখে শিখে কেউ ঠেকে শিখে শিক্ষার নাইগো শেষ
নীরবে নিভৃতে আছি মহা সুখে নাইত লাজ লজ্জার লেশ
ওরাও মানুষ ভালোবেসে সবার মত জড়াই সুখের আবেশ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি অন্তর চন্দ্র ০৬/১০/২০২১চমৎকার উপস্থাপনা।
-
ফয়জুল মহী ০৫/১০/২০২১নিখুঁত উপস্হাপন।
শুভেচ্ছা ও শুভ কামনা অবিরত -
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৫/১০/২০২১চমৎকার
-
অভিজিৎ হালদার ০৫/১০/২০২১চমৎকার ভাবনার আগুন ধরিয়ে দিয়েছেন কবিতার পাতায়।
-
সুব্রত ভৌমিক ০৫/১০/২০২১কবিতায় আপনার সুন্দর মনের প্রতিচ্ছবি।
ভালো লাগলো কবিতা।
শুভেচ্ছা রইলো। -
আলমগীর সরকার লিটন ০৫/১০/২০২১চমৎকার অনুভূতি