বেশ ছিলাম ০১
বেশ ছিলাম ০১
জামাল উদ্দিন জীবন
সুখ না হয়ে দুঃখই বেশ ছিলাম
তোমার কাছে এসে দীর্ঘ নিশ্বাস ছড়ালাম
পুষ্প না হয়ে সুগন্ধে বেশ ছিলাম
তোমার কাছে এসে প্রাণটাই হারালাম।
নদী না হয়ে ঢেউতেই বেশ ছিলাম
তোমার কাছে এসে জীবনের কূল হারালাম
পাখি না হয়ে প্রজাপতিতেই বেশ ছিলাম
তোমার কাছে এসে বিবর্ণ রঙ বুকে নিলাম।
সুর না হয়ে ছন্দেই বেশ ছিলাম
সুর হয়ে আজ বেসুরে জগতে বাজলাম
বাস্তব না হয়ে স্বপ্নেই বেশ ছিলাম
বাস্তবে এসে স্বপ্নগুলি সব হারালাম।
কানন না হয়ে পাপড়িতেই বেশ ছিলাম
কলি হয়ে পাপড়িগুলো সব ঝড়ালাম
নদী না হয়ে বিলেই বেশ ছিলাম
নদী হয়ে সমস্ত শরীর দূষিত হোলাম।
বাগান না হয়ে তরুতে বেশ ছিলাম
বাগান হয়ে ব্যথা বুকে বয়ে বেড়ালাম
তরু না হয়ে ছায়াতেই বেশ ছিলাম
তরু হয়ে প্রাণটাই বিসর্জন দিলাম।
জামাল উদ্দিন জীবন
সুখ না হয়ে দুঃখই বেশ ছিলাম
তোমার কাছে এসে দীর্ঘ নিশ্বাস ছড়ালাম
পুষ্প না হয়ে সুগন্ধে বেশ ছিলাম
তোমার কাছে এসে প্রাণটাই হারালাম।
নদী না হয়ে ঢেউতেই বেশ ছিলাম
তোমার কাছে এসে জীবনের কূল হারালাম
পাখি না হয়ে প্রজাপতিতেই বেশ ছিলাম
তোমার কাছে এসে বিবর্ণ রঙ বুকে নিলাম।
সুর না হয়ে ছন্দেই বেশ ছিলাম
সুর হয়ে আজ বেসুরে জগতে বাজলাম
বাস্তব না হয়ে স্বপ্নেই বেশ ছিলাম
বাস্তবে এসে স্বপ্নগুলি সব হারালাম।
কানন না হয়ে পাপড়িতেই বেশ ছিলাম
কলি হয়ে পাপড়িগুলো সব ঝড়ালাম
নদী না হয়ে বিলেই বেশ ছিলাম
নদী হয়ে সমস্ত শরীর দূষিত হোলাম।
বাগান না হয়ে তরুতে বেশ ছিলাম
বাগান হয়ে ব্যথা বুকে বয়ে বেড়ালাম
তরু না হয়ে ছায়াতেই বেশ ছিলাম
তরু হয়ে প্রাণটাই বিসর্জন দিলাম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৩/১০/২০২১বেদনারি বহিঃপ্রকাশ।
-
সুব্রত ভৌমিক ০৩/১০/২০২১সুন্দর কবিতার অর্থ
অতি লোভে তাঁতী নষ্ট।
*****
শুভেচ্ছা রইলো কবি। -
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৩/১০/২০২১দারুণ!
-
ন্যান্সি দেওয়ান ০৩/১০/২০২১Nice