তুমি আমার ০১
তুমি আমার ০১
জামাল উদ্দিন জীবন
তুমি আমার সারা দিনমান
স্নিগ্ধ ভোরের শিশির বেলা
সোনামাখা প্রভাতের আলিঙ্গন
ক্লান্ত দুপুরে প্রশান্তির পবন।
শিহরিত মন প্রাণ অন্তর
পাখির কলতানে শুনি
কর্নকুহুরে কন্ঠে ভরা গান
নিবিড় আলিঙ্গনে আহ্বান।
কাছে পাবার নিদারুন আকাঙ্খা
অন্তঃপুরে বাজে নামের বাঁশি
নিজের অজান্তেই ভালোবাসি
অপলক আঁখি দেখে সারাক্ষণ।
জানতেচাই প্রিয় আছো কেমন?
গ্রীষ্মের দুপুরে চৈত্রের লাল অনল
সোনাঅঙ্গ পুড়ে তামাটে কালো
বর্ষায় জোয়ারে ভরা স্রোত ধারা।
তোমার জন্য মনটা পাগলপারা
শরতের সাদা মেঘ নীল আকাশে
হৃদয় মাঝে সুখের পরশ বুলায়
হেমন্তে সোনালী ফসলের ভুমি।
জামাল উদ্দিন জীবন
তুমি আমার সারা দিনমান
স্নিগ্ধ ভোরের শিশির বেলা
সোনামাখা প্রভাতের আলিঙ্গন
ক্লান্ত দুপুরে প্রশান্তির পবন।
শিহরিত মন প্রাণ অন্তর
পাখির কলতানে শুনি
কর্নকুহুরে কন্ঠে ভরা গান
নিবিড় আলিঙ্গনে আহ্বান।
কাছে পাবার নিদারুন আকাঙ্খা
অন্তঃপুরে বাজে নামের বাঁশি
নিজের অজান্তেই ভালোবাসি
অপলক আঁখি দেখে সারাক্ষণ।
জানতেচাই প্রিয় আছো কেমন?
গ্রীষ্মের দুপুরে চৈত্রের লাল অনল
সোনাঅঙ্গ পুড়ে তামাটে কালো
বর্ষায় জোয়ারে ভরা স্রোত ধারা।
তোমার জন্য মনটা পাগলপারা
শরতের সাদা মেঘ নীল আকাশে
হৃদয় মাঝে সুখের পরশ বুলায়
হেমন্তে সোনালী ফসলের ভুমি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহতাব বাঙ্গালী ০১/১০/২০২১ভালোই লিখেছেন। পাঠে ভালো লেগেছে
-
ফয়জুল মহী ২৮/০৯/২০২১খুব সুন্দর লিখেছেন,
-
বিধান চন্দ্র ধর ২৮/০৯/২০২১লেখা চালিয়ে যান ।